চট্টগ্রামে ২ সপ্তাহ পর একজনের মৃত্যু, শনাক্ত ৭

6

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত চট্টগ্রামে করোনায় মার গেছেন ১ হাজার ৩২৬ জন। একই সময়ে চট্টগ্রামে ১ হাজার ১২৫ জনের নমুনা পরীক্ষা করে ৭ জনের শরীরে করোনা পজিটিভ হয়েছে। এ নিয়ে চট্টগ্রামে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ২ হাজার ৩০৮ জন। নমুনা অনুপাতে শনাক্তের হার শূন্য দশমিক ৬২ শতাংশ। গতকাল রবিবার চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে এসব তথ্য জানা যায়।
সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াস চৌধুরী বলেন, চট্টগ্রামের ৯টি ও কক্সবাজারের একটি ল্যাবে ১ হাজার ১২৫ জনের নমুনা পরীক্ষা করে ৭ জনের দেহে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। এর মধ্যে ৬ জন নগরের বাসিন্দা। অন্যজন ফটিকছড়ি উপজেলার বাসিন্দা। এ সময় চট্টগ্রামে করোনায় আরও একজনের মৃত্যু হয়েছে।
ল্যাবভিত্তিক তথ্যমতে, ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ৪ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ১ জন, শেভরন হাসপাতাল ল্যাবে ১ জন এবং জেনারেল হাসপাতাল আরটিআরএল ল্যাবে ১ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।