চট্টগ্রামে ২৭৪ নমুনা পরীক্ষায় করোনা শূন্য

14

পূর্বদেশ অনলাইন
নগরের ১০টি ল্যাবে ২৭৪টি নমুনা পরীক্ষা করে কারও করোনাভাইরাস শনাক্ত হয়নি। শনিবার (২ এপ্রিল) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে। সিভিল সার্জন কার্যালয়ের তথ্যানুযায়ী, চবি ল্যাবে ৬টি, বিআইটিআইডি ল্যাবে ৩২টি, সিভাসু ল্যাবে ১৪টি, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ৩৫টি, শেভরন ল্যাবে ৪১টি, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৪২টি, মেডিক্যাল সেন্টার হাসপাতালে ২৭টি, ইপিক হেলথ কেয়ার ল্যাবে ৩০টি, মেট্রোপলিটন হাসপাতালে ১২টি এবং এশিয়ান স্পেশালাইজড হাসপাতাল ল্যাবে ৩৫টি নমুনা পরীক্ষা করে সবগুলোই নেগেটিভ পাওয়া গেছে।
চট্টগ্রামে এ পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ২৬ হাজার ৬২৮ জন। এর মধ্যে নগরে ৯২ হাজার ৯০ জন এবং উপজেলায় ৩৪ হাজার ৫৩৮ জন। এছাড়া করোনায় ১ হাজার ৩৬২ জন মৃত্যুবরণ করেছেন। এর মধ্যে নগরে ৭৩৪ জন এবং উপজেলায় ৬২৮ জন। চট্টগ্রামে বর্তমানে ১৭টি ল্যাবে নমুনা পাওয়া সাপেক্ষে পরীক্ষা করা হচ্ছে৷