চট্টগ্রামে ২৪ ঘণ্টায় ৪৪ ডেঙ্গু রোগী শনাক্ত

48

চট্টগ্রামে ২৪ ঘণ্টার ব্যবধানে ৪৪ জন ডেঙ্গু রোগী শনাক্ত করা হয়েছে। গতকাল মঙ্গলবার এসব রোগী শনাক্ত হয়। এর মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ২৯ জন, বেসরকারি আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে ৪ জন, ন্যাশনাল হাসপাতালে ২ জন, রয়েল হাসপাতালে ১ জন, মেট্রোপলিটন হাসপাতালে ২ জন, আন্তর্জাতিক মেডিকেল কলেজ হাসপাতালে ৩ জন, সাউদার্ন মেডিকেল কলেজ হাসপাতালে ১ জন, ইসলামিক মেডিকেলে ১ জনসহ মোট ৪৪ জন রোগী শনাক্ত হয়।
চমেক হাসপাতাল উপ-পরিচালক ডা. আখতারুল ইসলাম জানান, নতুন ২৯ জন রোগী শনাক্ত হয়েছে। এ পর্যন্ত ৯০ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
তিনি আরও বলেন, আক্রান্তদের হাসপাতালের মেডিসিন বিভাগের অধীনে আলাদা ৩টি বøক করে চিকিৎসা দেওয়া হচ্ছে। একটি মেডিকেল টিম সার্বক্ষণিক তদারকি করছে।
সিভিল সার্জন ডা. আজিজুর রহমান সিদ্দিকী বলেন, বেসরকারি হাসপাতালগুলোতে ১৫ রোগী শনাক্ত হয়েছে। সবমিলিয়ে চট্টগ্রামে ১৪৬ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে।
সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, ২০১৮ সালে চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১৭৭ জন। এর আগের বছর ৬৬ জন ডেঙ্গু আক্রান্ত রোগী শনাক্ত হয়।