চট্টগ্রামে ১ বছরে ভোটার বেড়েছে ৫ লাখ ২৬ হাজার

19

নিজস্ব প্রতিবেদক

‘ভোটার হব নিয়ম মেনে, ভোট দিব যোগ্যজনে’ এই স্লোগানকে সামনে রেখে দেশব্যাপী জাতীয় ভোটার দিবস পালিত হবে আজ। একইসাথে সারাদেশে হালনাগাদকৃত চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। সর্বশেষ হালনাগাদ শেষে বর্তমানে চট্টগ্রামে ৬৫ লক্ষ ১৫ হাজার ২৫৪ জন ভোটার হয়েছেন। এরমধ্যে পুরুষ ভোটার ৩৪ লক্ষ পাঁচ হাজার ৬১ জন ও মহিলা ভোটার ৩১ লক্ষ ৯ হাজার ৭৮৭ জন। গত এক বছরে চট্টগ্রামে ভোটার বেড়েছে পাঁচ লক্ষ ২৬ হাজার ২০ জন। তৃতীয় লিঙ্গ ভোটার আছেন ছয়জন।
চট্টগ্রামের অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা কামরুল আলম পূর্বদেশকে বলেন, প্রতিবছরের মতো এবারও জাতীয় ভোটার দিবসে হালানাগাদকৃত চূড়ান্ত ভোটার তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।প্রতিটি উপজেলায় জাতীয় ভোটার দিবস পালিত হবে। স্থানীয় প্রশাসনের সাথে সমন্বয় করে দিবসটি পালনে নির্দেশনা দেয়া হয়েছে। গত বছরের তুলনায় এবার পাঁচ লাখের উপরে ভোটার বেড়েছে।’
ইসি সূত্র জানায়, গত বছর চট্টগ্রামের ভোটার ছিল ৫৯ লক্ষ ৮৯ হাজার ২৩৫ জন। এবার পাঁচ লক্ষ ২৬ হাজার ২০ জন নতুন ভোটার বেড়ে চূড়ান্ত ভোটার দাঁড়িয়েছে ৬৫ লক্ষ ১৫ হাজার ২৫৪ জন। সবমিলিয়ে পাঁচলাইশে তিন লক্ষ ৮১ হাজার ৬৩৩ জন, চান্দগাঁওয়ে তিন লক্ষ ৪০ হাজার ৬৩ জন, কোতোয়ালীতে দুই লক্ষ ৩৭ হাজার ৪৪ জন, ডবলমুরিংয়ে চার লক্ষ ২৬ হাজার ৪০৫ জন, পাহাড়তলীতে দুই লক্ষ ৭২ হাজার ৮২৫ জন, বন্দরে তিন লক্ষ ৭৩ হাজার ৮৫৫ জন, মিরসরাইয়ে তিন লক্ষ ৮৯ হাজার ৬৫৮ জন, সীতাকুন্ডে তিন লক্ষ ১৯ হাজার ৮৬১ জন, স›দ্বীপে দুই লক্ষ ৩৯ হাজার ৯০৯ জন, ফটিকছড়িতে চার লক্ষ ৪৮ হাজার ২৩৬ জন, হাটহাজারীতে তিন লক্ষ ৮৪ হাজার ৯৬৩ জন, রাউজানে তিন লক্ষ ৩১ হাজার ৯৪৩ জন, রাঙ্গুনিয়ায় তিন লক্ষ ২০ হাজার ৯৩৫ জন, বোয়ালখালীতে দুই লক্ষ ২২ হাজার ৯২৯ জন, পটিয়ায় তিন লক্ষ ২৭ হাজার ২১২ জন, কর্ণফুলীতে এক লক্ষ ২৫ হাজার ৯০৫ জন, আনোয়ারায় দুই লক্ষ ২৮ হাজার ৮৪৬ জন, চন্দনাইশে দুই লক্ষ পাঁচ হাজার ৫৪৩ জন, সাতকানিয়ায় তিন লক্ষ ৫৪ হাজার ২১৮ জন, লোহাগাড়ায় দুই লক্ষ ৩৭ হাজার ১৪৮ জন, বাঁশখালীতে তিন লক্ষ ৪৫ হাজার ৮২৩ জন ভোটার হয়েছেন।
ভোটার দিবসে কর্মসূচি : সারাদেশের মতো চট্টগ্রামেও জাতীয় ভোটার দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি হাতে নেয়া হয়েছে। আজ সকাল ১০টায় চট্টগ্রাম সার্কিট হাউজ মিলনায়তনে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিভাগীয় কমিশনার ড. মো. আমিনুর রহমান। বিশেষ অতিথি থাকবেন সিএমপির পুলিশ কমিশনার কৃষ্ণ পদ রায়, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আনোয়ার হোসেন, জেলা প্রশাসক আবু বাসার মোহাম্মদ ফখরুজ্জামান ও চট্টগ্রাম জেলার পুলিশ সুপার এস.এম শফিউল্লাহ। আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন। যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনে সকলের উপস্থিতি কামনা করেছেন সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহা. জাহাঙ্গীর হোসেন।