চট্টগ্রামে হ্যান্ডবল খেলোয়াড়দের পুনর্মিলনী অনুষ্ঠানের প্রস্তুতি

4

 

চট্টগ্রামে হ্যান্ডবল খেলোয়াড়দের নিয়ে পূণর্মিলনী অনুষ্ঠান করার লক্ষ্যে এক প্রন্তুতি সভা হয়েছে। বিপুল সংখ্যক প্রাক্তন ও বর্তমান খেলোয়াড়দের অংশগ্রহণে গতকাল বিকালে এম.এ আজিজ স্টেডিয়ামের কনভেনশন হলে অনুষ্ঠিত উক্ত প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সহ-সভাপতি ও সিজেকেএস নির্বাহী সদস্য আ.ন.ম ওয়াহিদ দুলাল। সভায় বক্তব্য রাখেন সিজেকেএস হ্যান্ডবল কমিটির সদস্য জাবেদা বেগম মিতুল, মোঃ হায়দার আলী, জাহিদুল আমিন তারেক, শিমুল দে, রেজাউল করিম রাশেদ, হ্যান্ডবল খেলোয়াড় পূণর্মিলনী উদযাপন মূল পরিষদের সদস্য সচিব মো. মারুফ, সাংগঠনিক উপ-পরিষদের সহ-সমন্বয়কারী টিটন বিশ্বাগ্রী শান্তুনু, এরফানুল ইসলাম খান লাবু, মো. মাসুদ করিম, নুরুল আমিন লাবু, মো. মামুনুর রহমান, সানি দত্ত, এ.এস.এম শাকিরুল হক, মো. আমজাদ প্রমুখ।
সভায় বক্তারা বলেন, ১৯৮৩ সালে দেশে নতুন শুরু হওয়া খেলা হিসেবে চট্টগ্রামে গুটি গুটি পায়ে যাত্রা শুরু করা হ্যান্ডবল আজ এক বিরাট মহীরুহের আকার ধারণ করেছে। সেই শুরু থেকে এখন পর্যন্ত জাতীয় দলে চট্টগ্রামের উল্লেখযোগ্য সংখ্যক হ্যান্ডবল খেলোয়াড় অংশগ্রহণ করেছে। ঢাকার বাইরে একক জেলা হিসেবে সর্বোচ্চ সংখ্যক জাতীয় প্রতিযোগিতার আয়োজকের অনন্য সম্মানের অংশীদারও চট্টগ্রামের হ্যান্ডবল খেলোয়াড় ও হ্যান্ডবল সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ। বিজ্ঞপ্তি