চট্টগ্রামে শনাক্ত আরো ৩৫ জন

8

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ১৭৫ জনের নমুনা পরীক্ষা করে ৩৫ জনের শরীরে করোনা পজিটিভ হয়েছে। এ নিয়ে চট্টগ্রামে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ২ হাজার ৮১৬ জন। নমুনা অনুপাতে শনাক্তের হার ২ দশমিক ৯৭ শতাংশ। তবে এসময় চট্টগ্রামে করোনায় কারো মৃত্যু হয়নি। এই পর্যন্ত চট্টগ্রামে করোনায় মারা গেছেন ১ হাজার ৩৩২ জন। গতকাল মঙ্গলবার চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে এসব তথ্য জানা গেছে।
সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী জানান, চট্টগ্রামে অ্যান্টিজেন টেস্টসহ ১৪টি ল্যাবে ১ হাজার ১৭৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। নতুন আক্রান্ত ৩৩ জন নগরের। ২ জন লোহাগাড়া ও পটিয়া উপজেলার বাসিন্দা। তবে এ সময় চট্টগ্রামে করোনায় কারো মৃত্যু হয়নি। ল্যাবভিত্তিক তথ্যমতে, ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ৪ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে ৩ জন, অ্যান্টিজেন টেস্টে ১ জন, ইম্পেরিয়াল হাসপাতালে ৫ জন, শেভরন হাসপাতাল ল্যাবে ৮ জন, জেনারেল হাসপাতাল আরটিআরএল ল্যাবে ৪ জন, মেডিকেল সেন্টার হাসপাতালে ১ জন, ইপিক হেলথ কেয়ারে ৮ জন, মেট্রোপলিটন হাসপাতালের ল্যাবে করা পরীক্ষায় ১ জনের দেহে করোনা শনাক্ত হয়।