চট্টগ্রামে প্রথমবারের মতো ফিস্টুলোপ্লাস্টি সম্পন্ন

9

নগরীতে প্রথমবারের মতো কিডনী রোগীদের ডায়ালাইসিসের জন্য ফিস্টুলোপ্লাস্টি সফলভাবে সম্পন্ন হয়েছে। ২১ জুলাই চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল হার্ট সেন্টারে ফিস্টুলোপ্লাস্টি সম্পন্ন করেন প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ ও ভাসকুলার সার্জন ডা. সারওয়ার কামাল। মেট্রোপলিটন হাসপাতাল হার্ট সেন্টার এর চীফ কার্ডিয়াক সার্জন ডা. সারওয়ার কামাল বলেন, প্রায় দুই বছর আগে নুর বানু (৫১) নামে একজন কিডনী রোগীর ডায়ালাইসিসের জন্য ফিস্টুলা করে দিয়েছিলাম। ফিস্টুলা দিয়ে ডায়ালাইসিস করতে করতে ফিস্টুলাতে বøক হয়ে যায় এবং ঠিকমতো ডায়ালাইসিস না হওয়ায় আমরা বেলুনের মাধ্যমে কোন প্রকার অপারেশন ছাড়াই বøক অপসারণ করে দিয়েছি। ফিস্টুলোপ্লাস্টির পরদিনই রোগী ডায়ালাইসিস ফিস্টুলা দিয়েই সফলভাবে সম্পন্ন করেছে। অপারেশনের মাধ্যমে এই পদ্ধতি করলে এক মাস পর রোগী ডায়ালাইসিস করতে পারে। সেক্ষেত্রে নতুন করে ক্যাথেটার দিয়ে রোগীকে ডায়ালাইসিস দিতে হয়। এটি চট্টগ্রামের কিডনী ডায়ালাইসিস রোগীদের জন্য একটি মাইলস্টোন। বিজ্ঞপ্তি