চট্টগ্রামে নতুন ১১৬ জন হোম কোয়ারেন্টিনে

75

বিদেশ ফেরত আরও ১১৬ জনকে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। এ নিয়ে রোববার পর্যন্ত মোট ৯৭৩ জনকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি।
তিনি বলেন, এখন পর্যন্ত ৯৭৩ জন হোম কোয়ারেন্টিনে রয়েছে। সকলকে কোয়ারেন্টিন মেনে চলার অনুরোধ করছি। কারণ নিজে সচেতন হলেই এ রোগের প্রার্দুভাব রোধ করা যাবে। খবর বাংলানিউজের
ফৌজদারহাটে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) এর মাইক্রোবায়োলজি বিভাগের একজন ডাক্তার এবং দুইজন টেকনিশিয়ানকে প্রশিক্ষণের জন্য ঢাকায় পাঠানো হয়েছে। তারা প্রশিক্ষণ শেষ করে কিট নিয়ে আসবেন।