চট্টগ্রামে নতুন শনাক্ত ৫৩০ জন, মৃত্যু হয়নি কারও

9

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫৩০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। নমুনা অনুয়ায়ী শনাক্তের হার ১২ দশমিক ৮৪ শতাংশ। তবে এদিন করোনায় আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। গতকাল সোমবার চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য জানা গেছে।
সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াস চৌধুরী বলেন, চট্টগ্রামের ১৩টি ল্যাবে ৪ হাজার ১২৫টি নমুনা পরীক্ষা করে ৫৩০ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৩৩২ জনই নগরীর বাসিন্দা। বাকি ১৯৮ জনের মধ্যে লোহাগাড়ার ২১, সাতকানিয়ার ১৬, বাঁশখালীর ১১, আনোয়ারার ৯, চন্দনাইশের ৮, পটিয়ার ১৫, বোয়ালখালীর ৩৪, রাঙ্গুনিয়ার ৫, রাউজানের ১৬, হাটহাজারীর ১৭, ফটিকছড়ির ১০, মিরসরাইয়ের ২৩, সীতাকুন্ডের ৭ ও সন্দ্বীপ উপজেলার ৬ জন রয়েছেন।
ল্যাবভিত্তিক তথ্যমতে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে সাতজন, ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ৯৭ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ১৩১ জন, অ্যান্টিজেন টেস্টে ১৮ জন, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ৬৩ জন, শেভরন হাসপাতাল ল্যাবে ৫৮ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ২৫ জন, জেনারেল হাসপাতাল আরটিআরএল ল্যাবে ২১ জন, মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে সাতজন, ইপিক হেলথকেয়ার ল্যাবে ৪০ জন, মেট্রোপলিটন হাসপাতাল ল্যাবে নয়জন, এশিয়ান স্পেশালাইজড হাসপাতাল ল্যাবে ২২ জন এবং শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ল্যাবে ৩২ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।
চট্টগ্রামে এখন পর্যন্ত ১ লাখ ২৩ হাজার ৫৭৬ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে নগরের বাসিন্দা ৮৯ হাজার ৯৯২ জন। অন্যরা বিভিন্ন উপজেলার। করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে মোট ১ হাজার ৩৫৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭৩৪ জন নগরের। আর বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৬২৫ জনের।