চট্টগ্রামে নতুন শনাক্ত ১৩ জন

9

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৭০৩ জনের পরীক্ষার নতুন করে ১৩ জনের শরীরে করোনা পজিটিভ হয়েছে। এ নিয়ে চট্টগ্রামে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ২ হাজার ৫৪২ জন। নমুনা অনুপাতে শনাক্তের হার শূন্য দশমিক ৭৬ শতাংশ। এ সময় চট্টগ্রামে করোনায় কারো মৃত্যু হয়নি। এ পর্যন্ত চট্টগ্রামে করোনায় মারা গেছেন ১ হাজার ৩২২ জন। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে এসব তথ্য জানা গেছে।
সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াস চৌধুরী বলেন, চট্টগ্রামের ৯টি ল্যাবে ১ হাজার ৭০৩ জনের নমুনা পরীক্ষা করে ১৩ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়। এর মধ্যে ৭ জন নগরীর বাসিন্দা আর বাকি ৬ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।
ল্যাবভিত্তিক তথ্যমতে, ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ২ জন, অ্যান্টিজেন টেস্টে ৪ জন, শেভরনে ৪ জন, আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে ১ জন, মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে ১ জন এবং ইপিক হেলথ কেয়ারে ১ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।