চট্টগ্রামে তিন কর্মকর্তার শুদ্ধাচার পুরস্কার লাভ

113

বিভাগীয় কমিশনারের কার্যালয় প্রণীত ২০১৮-২০১৯ অর্থ বছরের জাতীয় শুদ্ধাচার কৌশল কর্ম পরিকল্পনা বাস্তবায়নে শুদ্ধাচার পুরস্কার প্রদান অনুষ্ঠান ও আলোচনাসভা গত বৃহস্পতিবার সকাল ১১ টায় বিভাগীয় কমিশনারের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) শংকর রঞ্জন সাহার সভাপতিত্বে ও বিভাগীয় পরিচালক (স্থানীয় সরকার) দীপক চক্রবর্তীর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. আবদুল মান্নান। স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) মো. নুরুল আলম নিজামী। শুভেচ্ছা বক্তব্য রাখেন বিভাগীয় কমিশনারের কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. গিয়াস উদ্দিন। অনুষ্ঠানে নৈতিকতা কমিটির নিরপেক্ষ বিচারে তিন ক্যাটাগরিতে মনোনীত বিভাগের ৩ জন শ্রেষ্ঠ শুদ্ধাচারী কর্মকর্তা-কর্মচারীর হাতে ক্রেস্ট, সনদপত্র ও ফুল দিয়ে পুরস্কৃত করেন বিভাগীয় কমিশনার। এরা হলেনÑ সরকারের মন্ত্রনালয়/ বিভাগ/অন্যান্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের মাঠ পর্যায়ের বিভাগীয়/আঞ্চলিক কার্যালয় সমূহের প্রধানদের মধ্যে নির্বাচিত কক্সবাজার জেলা প্রশাসক মো. কামাল হোসেন, গ্রেড ৩-১০ ভূক্ত কর্মচারী চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট (সংস্থাপন) নাহিদা আক্তার তানিয়া এবং গ্রেড ১১-২০ ভূক্ত কর্মচারী চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের নাজির মুহাম্মদ শাহজাহান। পুরস্কারপ্রাপ্ত শ্রেষ্ঠ শুদ্ধাচারী কর্মকর্তা-কর্মচারীরা তাদের অনুভূতি ব্যক্ত করেন। বিভাগীয় কমিশনার কার্যালয়ের সহকারী কমিশনারগনসহ সেখানে কর্মরত সর্বস্তরের কর্মচারীরা উপস্থিত ছিলেন। গত ২৩ জুলাই জাতীয় পাবলিক সাভির্স ডে উপলক্ষে ঢাকার বঙ্গবন্ধু আর্ন্তজাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্টিত জনপ্রশাসন পদক-২০১৯ প্রদান অনুষ্টানে রোহিঙ্গা পুর্নবাসন বিষয়ে মহামান্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ মহোদয়ের নিকট থেকে জাতীয় পর্যায়ে জনপ্রশাসন পদক-২০১৯ গ্রহণ করেন শ্রেষ্ঠ শুদ্ধাচারী কর্মকর্তা কক্সবাজার জেলা প্রশাসক মো. কামাল হোসেন। শুদ্ধাচার পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার মো. আবদুল মান্নান বলেন, বিভাগীয় পর্যায়ে অফিসের যাবতীয় কর্ম সম্পাদনসহ সরকারী সেবা জনমুখী করতে যে সব কর্মচারী সততা, আন্তরিকতা ও নিষ্টার সাথে যারা নিয়মিত কাজ করেন তাদের মধ্যে থেকে শ্রেষ্ট শুদ্ধাচার কর্মচারী মনোনীত করা হয়। “সোনার বাংলা গড়ার প্রত্যয়: জাতীয় শুদ্ধাচার কৌশল” শিরোনামে জাতীয় শুদ্ধাচার কৌশল মন্ত্রীসভা বৈঠকে ২০১২ সালে অনুমোদিত হওয়ার পর মন্ত্রী পরিষদ বিভাগের ওয়েবসাইট, গেজেট ও পুস্তিকা আকারে প্রকাশ করা হয়। সরকারী কর্মকর্তা-কর্মচারীদের শুদ্ধাচার চর্চায় উৎসাহ প্রদানের লক্ষ্যে সকল মন্ত্রনালয়, বিভাগ ও সংস্থা ২০১৫-২০১৬ এবং ২০১৬-২০১৭ অর্থ বছরের কমর্-পরিকল্পনায় সরকারী কর্মকর্তা-কর্মচারীদের জন্য শুদ্ধাচার পুরস্কার প্রদানের কার্যক্রম অর্ন্তভূক্ত করেছে। এরই পরিপ্রেক্ষিতে “শুদ্ধাচার পুরস্কার প্রদান নীতিমালা ২০১৭” প্রনয়ন করা হয়। বিজ্ঞপ্তি