চট্টগ্রামে চ্যানেল আই’র বর্ষপূর্তি উদযাপন

86

দেশের প্রথম ডিজিটাল বাংলা টেলিভিশন, চ্যানেল-আই’র ২১ বছরে পদার্পণ উপলক্ষে আমার চ্যানেল আই দর্শক ফোরাম চট্টগ্রাম এবং চ্যানেল আই চট্টগ্রাম অফিসের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি, ৬০ পাউন্ডের কেক কাটা ও সুধী সমাবেশের আয়োজন করা হয়।
গতকাল মঙ্গলবার নগরীর ঐতিহ্যবাহী ডিসি হিল চত্বরে র‌্যালির আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন। চট্টগ্রামের রাজনৈতিক সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী বিভিন্ন সংগঠনের শুভানুধ্যায়ীদের অংশগ্রহণে র‌্যালিটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এর আগে ডিসি হিলের নজরুল মঞ্চে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সিটি মেয়র বলেন, অত্যন্ত সফলতার সাথে ২০ বছরে চ্যানেল আই মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে। আগামী দিনেও এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে আমি আশা করি।
তিনি বলেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। অর্থনৈতিক অগ্রগতি সাধন করেছে। মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠার প্রত্যয়ে দেশ পরিচালনা করে ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করার রূপকল্প নিয়েছেন, তা বাস্তবায়নে চ্যানেল আই সাথে থাকবে। সেই সাথে চ্যানেল আই ভবিষ্যতেও গণমানুষের কথা বলবে এবং সরকারের সকল অর্জন ও জনকল্যাণকর কাজগুলো গণমানুষের কাছে তুলে ধরবেন।
আমার চ্যানেল আই দর্শক ফোরামের সভাপতি প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনীর সভাপতিত্বে সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন চ্যানেল আই’র ব্যুরো প্রধান চৌধুরী ফরিদ।
চ্যানেল আই দর্শক ফোরামের সদস্য জাহেদুর রহমান সোহেল ও মো. এনামের সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জহিরুল আলম দোভাষ, অধ্যাপক মাসুদা এম রশিদ চৌধুরী এমপি, নগর বিএনপির সভাপতি ডা. শাহাদাৎ হোসেন, সাবেক মন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরী, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, চট্টগ্রাম প্রেস ক্লাব সভাপতি আলী আব্বাস, সাংবাদিক ইউনিয়নের সভাপতি নাজিম উদ্দিন শ্যামল, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. শাহাব উদ্দিন, মহানগর কমান্ডার মোজাফ্ফর আহাম্মদ, চট্টগ্রাম প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম, যুবলীগের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মাহমুদুল হক, আনোয়ারা উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি নাছির উদ্দিন তোতা, সাধারণ সম্পাদক লতিফা আনসারী রুনা, কাউন্সিলর শৈবাল দাশ সুমন, কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, কাউন্সিলর আবিদা আজাদ, কাউন্সিলর সলিম উল্লাহ বাচ্চু, দক্ষিণ জেলা আওয়ামী লীগ নেতা খোরশেদ আলম, সাবেক প্যানেল মেয়র রেখা আলম চৌধুরী, সাতকানিয়া উপজেলার সাবেক চেয়ারম্যান আবদুল মোনাফ, অধ্যাপক মাসুম চৌধুরী, জহুর আহমদ চৌধুরী ফাউন্ডেশনের চেয়ারম্যান শরফুদ্দিন আহম্মদ চৌধুরী রাজু, সাংবাদিক মিয়া মোহাম্মদ আরিফ, ছাত্রনেতা রায়হানুল হক চৌধুরী, সংগঠক নোমান উল্লাহ বাহার, বোরহান উদ্দিন গিফারীসহ চট্টগ্রামের বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তগণ।
বর্ণাঢ্য এ অনুষ্ঠানে চট্টগ্রামের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ব্যানার নিয়ে অংশগ্রহণ করেন।