চট্টগ্রামে করোনা শনাক্তের হার ৩৮.৬৪ শতাংশ

6

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৬৫৫ জনের নমুনা পরীক্ষা করে ১ হাজার ২৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে নগরীর ৮২২ জন আর উপজেলার ২০৪ জন। শনাক্তের হার ৩৮ দশমিক ৬৪ শতাংশ। যা আগের দিনের তুলনায় ৯ দশমিক ৫৯ শতাংশ বেশি।
চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য পাওয়া যায়।
গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে কোনো রোগীর মৃত্যুর খবর নেই। এ পর্যন্ত করোনায় মারা গেছেন ১ হাজার ৩৪৩ জন। এদের মধ্যে নগরীর ৭২৮ জন ও গ্রামের ৬১৫ জন।
তথ্যমতে, চট্টগ্রামের সরকারি-বেসরকারি ৯টি ল্যাবে সর্বমোট ২ হাজার ৬৫৫ জনের নমুনা পরীক্ষা করে ১ হাজার ২৬ জনের করোনা শনাক্ত হয়। এদের মধ্যে নগরীর ৮২২ জন আর উপজেলার ২০৪ জন রয়েছেন। উপজেলায় আক্রান্তদের মধ্যে সর্বোচ্চ আনোয়ারায় ৩০ জন। এছাড়া রাউজানে ২৭ জন, হাটহাজারীতে ১৯ জন, বোয়ালখালীতে ১৭ জন, মিরসরাই ও সাতকানিয়ায় ১৫ জন করে, সীতাকুন্ডে ১৪ জন, রাঙ্গুনিয়া ও ফটিকছড়িতে ১৩ জন করে, লোহাগাড়া ও পটিয়ায় ১১ জন করে, চন্দনাইশে ৮ জন, বাঁশখালীতে ৭ জন এবং স›দ্বীপে ৪ জন।
এ নিয়ে আক্রান্ত রোগীর সংখ্যা ১ লাখ ১১ হাজার ১২৩ জনে এসে দাঁড়িয়েছে। এদের মধ্যে নগরীর বাসিন্দা ৮১ হাজার ১৮৪ জন ও গ্রামের ২৯ হাজার ৯৩৯ জন।