চট্টগ্রামে করোনা চিকিৎসার সুবিধা বৃদ্ধির আহবান

34

বৃহত্তর চট্টগ্রাম উন্নয়ন সংগ্রাম কমিটির স্থায়ী কমিটির সভাপতি মুহাম্মদ জসিম উদ্দিন চৌধুরী, কার্যনির্বাহী পরিষদের চেয়ারম্যান ডাক্তার শেখ শফিউল আজম ও মহাসচিব আলহাজ¦ এইচ এম মজিবুল হক শুক্কুর সংবাদপত্রে প্রদত্ত এক যৌথ বিবৃতিতে নগরীতে করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন অস্বাভাবিকভাবে বৃদ্ধিতে গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, বাণিজ্যিক রাজধানী খ্যাত দেশের বৃহত্তম নগরী, প্রাচ্যের রানী বন্দর নগরী চট্টগ্রামে জনসংখ্যা অনুপাতে করোনা রোগীর চিকিৎসা ব্যাবস্থা নিতান্তই অপ্রতুল। ভেন্টিলেটরের অভাবে যৎকিঞ্চিত আইসিইউ বেড আছে তাতে কোন অবস্থাতেই সংক্রমিত রোগীর চিকিৎসা দেওয়া সম্ভব নয়। তা ছাড়া নিজস্ব অক্সিজেন প্লান্ট না থাকায় হাসপাতাল গুলোতে অক্সিজেনের অভাবে রোগীদের চিকিৎসা সেবা দিতে ব্যার্থ হচ্ছে। এমতাবস্থায় সরকারী ও বেসরকারী উদ্যোগে হাসপাতাল গুলোতে অক্সিজেন প্লান্ট তৈরি করে অক্সিজেন সরবরাহ নিশ্চিত করা না গেলে কোন অবস্থাতেই এ কঠিন মূহুর্ত অতিক্রম করা সম্ভব নয়। বর্তমানে বিশে^র বিভিন্ন দেশে প্লাজমা থেরাপির মাধ্যমে করোনা চিকিৎসায় করোনা রোগী আরোগ্য লাভের খবর বিভিনড়ব মিডিয়ায় প্রাকাশিত হলেও আমাদের দেশে প্লাজমা থেরাপির কোন ব্যবস্থা এ পর্যন্ত নেওয়া হয়নি। তাই করোনা রোগীর যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে নগরীতে হাসপাতালের সংখ্যা বৃদ্ধি করে, হাসপাতাল গুলোতে নিজস্ব অক্সিজেন প্লান্ট ও প্লাজমা থেরাপির ব্যবস্থা করে শংকিত নগরবাসীকে উদ্বেগ ও উৎকণ্ঠা নিরশনে কার্যকর উদ্যোগ গ্রহণ করার জন্য সংগ্রাম কমিটির নেতৃবৃন্দ জোর দাবী জানিয়ে বলেন পাশাপাশি চিকিৎসা সেবীদের সুরক্ষায় তাদেরকে নগরীর স্টার মানের হোটেল গুলোতে থাকা খাওয়ার সুব্যবস্থা করে নগরীর সকল শিতাতপ নিয়ন্ত্রিত কনভেনশন হল গুলোকে আইসোলেশন সেন্টার ঘোষণা করার জন্য সরকারের নিকট জোর দাবী জানান। নেতৃবৃন্দ বলেন করোনা রোগীদের চিকিৎসা সেবায় যারা মৃত্যুর ঝুকি নিয়ে এদেশের স্বাধীনতা সংগ্রামের নিয়োজিত মুক্তিযোদ্ধাদের মত করোনা যুদ্ধে লিপ্ত হয়েছেন তাদেরকে আমরা সেলুট জানায়, তাদের এ ত্যাগ ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লিখা থাকবে তাদের এ অবদান কখনো ভ‚লার নয়। নেতৃবৃন্দ মহান সৃষ্টিকর্তার নিকট তাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করেন। বিজ্ঞপ্তি