চট্টগ্রামে আরও ৯০ জনের করোনা শনাক্ত

32

চট্টগ্রামে ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৯০ জনের করোনা ভাইরাস সংক্রমণ শনাক্ত হয়েছে। ফৌজদারহাটের বিআইটিআইডি, চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক), কক্সবাজার মেডিকেল কলেজ ও চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে গত বৃহস্পতিবার করা নমুনা পরীক্ষায় এ ফল আসে বলে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন সেখ ফজলে রাব্বী জানান।
বিআইটিআইডিতে এদিন ২৬৪টি নমুনা পরীক্ষায় করোনাভাইরাস পজিটিভ এসেছে ২০ জনের। এর মধ্যে চট্টগ্রাম মহানগরীর ১০ এবং বিভিন্ন উপজেলার ১০ জন রয়েছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে এদিন পরীক্ষা হয় ১২৯টি নমুনা। এর মধ্যে ৭০ জনের করোনাভাইরাস পজিটিভ এসেছে বলে জানান সিভিল সার্জন। এদের মধ্যে মহানগর এলাকার ৬৭ জন এবং উপজেলার তিনজন রয়েছে বলে জানান তিনি।
সিভাসু ল্যাবে ৬৯টি নমুনা পরীক্ষায় চট্টগ্রামের কারও করোনাভাইরাস পজিটিভ মেলেনি। এছাড়া কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে করা পরীক্ষায়ও চট্টগ্রামের কারও পজিটিভি পাওয়া যায়নি বলে সিভিল সার্জন জানান।
এদের নিয়ে চট্টগ্রাম মহানগর ও বিভিন্ন উপজেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩১৮ জন। খবর বিডিনিউজের