চট্টগ্রামে আরও ১০ জনের করোনা শনাক্ত

7

নিজস্ব প্রতিবেদক

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১ হাজার ৫১৬ জনের নমুনা পরীক্ষা করে ১০ জনের শরীরে করোনা পজিটিভ হয়েছে। এ নিয়ে চট্টগ্রামে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ২ হাজার ১৫৫ জন। এদের মধ্যে চট্টগ্রাম নগরীর ৭৩ হাজার ৯২৮ জন এবং বিভিন্ন উপজেলার ২৮ হাজার ২২৭ জন। এদিকে গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। এই পর্যন্ত চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়ে মারা গেছে ১ হাজার ৩১৮ জন। এদের মধ্যে ৭২১ জন চট্টগ্রাম নগরীর এবং বিভিন্ন উপজেলায় মারা গেছেন ৫৯৭ জন। গতকাল শনিবার চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।
সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াস চৌধুরী বলেন, চট্টগ্রামের ৯টি ল্যাবে মোট ১ হাজার ৫১৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। আগের দিন এ সংখ্যা ছিল ১ হাজার ১৪৬। গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে নতুন করে কারো মৃত্যু হয়নি।
ল্যাবভিত্তিক তথ্যমতে, এদিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৪ জন, বিআইটিআইডিতে ১ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ৪ জন এবং চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ১ জনের দেহে করোনা শনাক্ত হয়।