চট্টগ্রামে আরও ১০ জনের করোনা শনাক্ত

2

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও ১০ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৭ দশমিক ৪০ শতাংশ। তবে একই সময়ে এই করোনা ভাইরাসে কারও মৃত্যু হয়নি।
গতকাল শুক্রবার চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। এর আগে গত বৃহস্পতিবার চট্টগ্রামে ৮ জনের করোনা শনাক্তের কথা জানিয়েছিল সিভিল সার্জন কার্যালয়।
প্রতিবেদনে আরও জানা যায়, চট্টগ্রামে ১১টি ল্যাবে ১৩৫ জনের নমুনা পরীক্ষায় ১০ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্ত ৮ জন নগরীর বাসিন্দা, বাকি ২ জন বিভিন্ন উপজেলার। চট্টগ্রামে এখন পর্যন্ত ১ লাখ ২৮ হাজার ৬৫৮ জনের করোনা শনাক্ত হয়েছেন। এদের মধ্যে নগরীর বাসিন্দা ৯৩ হাজার ৭৮০ জন। বাকি ৩৪ হাজার ৮৭৮ জন বিভিন্ন উপজেলার। করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে মোট এক হাজার ৩৬৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭৩৭ জন নগরীর বাসিন্দা। আর বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৬৩০ জনের। ২০২০ সালের ৩ এপ্রিল চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তি মারা যান।