চট্টগ্রামে আবার শুরু হচ্ছে ‘অভিনয় বিষয়ক স্বল্পমেয়াদী প্রশিক্ষণ কোর্স’

18

পূর্বদেশ অনলাইন
চট্টগ্রামের ঐতিহ্যবাহী নাট্যসংগঠন ‘তির্যক নাট্যদল’ ও ‘থিয়েটার স্টুডিও’-র যৌথ উদ্যোগে ‘অভিনয় বিষয়ক স্বল্পমেয়াদী প্রশিক্ষণ কোর্স’-এর ৩ য় ব্যাচে অংশ নেয়ার জন্যে আবেদনপত্র আহবান করা হচ্ছে। নির্ধারিত আবেদনপত্র সংগ্রহ ও জমাদানের শেষ তারিখ আগামী ১২ সেপ্টেম্বর ২০২২। স্বল্পমেয়াদী এই প্রশিক্ষণ কোর্সে মূলত: অভিনয় জ্ঞান, অভিনেতার প্রস্তুতি, শারীরিক ও বাচিক অভিনয়, ছন্দ, মনোসংযোগ, চরিত্র নির্মাণ, দলগত অভিনয়, থিয়েটার অনুধাবন ও অনুভব ইত্যাদি বিষয়ে ব্যবহারিক ধারণা দেওয়া হবে। কোর্স সম্পন্নকারীদের সনদপত্র প্রদান করা হবে এবং তির্যক নাট্যদলের নতুন নাটকে যুক্ত করা হবে। কোর্সের সমস্তকার্যক্রম অনুষ্টিত হবে থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (শহীদ মিনার ও রাইফেল ক্লাব সংলগ্ন) কোর্স সঞ্চালনা ও পরিচালনা করবেন একুশে পদকপ্রাপ্ত নাট্যজন আহমেদ ইকবাল হায়দার এবং সাথে থাকবেন বিশিষ্ট নাট্য ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ। স্বল্পমেয়াদী এই প্রশিক্ষণ কোর্সে ১৬ দিনে ১০টি ক্লাস মোট ৩০ ঘন্টা। র্কোসের ১ম ক্লাস শুরু হবে আগামী ১৪ সেপ্টেম্বর বিকেল চার’টায়। সম্পূর্ণ কোর্সটি শেষ হওয়ার নির্ধরিত সময়- ৩০ সেপ্টেম্বর শুক্রবার। বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ: ০১৮১৮৪৬০২৯৯ অথবা ০১৭১৩১০৫০২৬। আবেদনপত্রের নির্ধারিত ফরম পাওয়া ও জমা দেয়া যাবে: থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম, টিআইসি (রাইফেল ক্লাব ও কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন, সকাল ৯টা-রাত ৯টা)।