চট্টগ্রামে অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজ প্রয়োগ শুরু

30

নিজস্ব প্রতিবেদক

দীর্ঘ চার মাস পর লক্ষাধিক কোভিশিল্ড টিকার দ্বিতীয় ডোজ নিশ্চিত হলো। প্রথম দিন চট্টগ্রাম মহানগর ও ১৪ উপজেলায় অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার (কোভিশিল্ড) দ্বিতীয় ডোজ ৪ হাজার ৮৮২ জনকে দেওয়া হয়েছে। এর মধ্যে নগরীতে ১ হাজার ৪২৪ জন এবং ১৪ উপজেলায় ৩ হাজার ৩৯৯ জন টিকা পেয়েছেন। গতকাল রবিবার থেকে শুরু হওয়া প্রথম দিনে এসব টিকা দেওয়া হয়। মাসব্যাপী এ টিকাদান কার্যক্রম চলবে। যে কেন্দ্রে থেকে প্রথম ডোজ টিকা নেওয়া হয়েছে, সে কেন্দ্র থেকে দ্বিতীয় ডোজের টিকা নিতে হবে বলে জানান সংশ্লিষ্টরা।
জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজ টিকাদানের জন্য আলাদা সময়সূচি নির্ধারণ করে দেওয়া হয়েছে। যেহেতু সিটি করপোরেশন এলাকায় মডার্নার টিকা ও ইউনিয়নে সিনোফার্মের টিকা দেওয়া হচ্ছে, সেহেতু আলাদা বুথে এই টিকা দেওয়া হবে। চট্টগ্রাম জেনারেল হাসপাতালে বিকাল ৩টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত ২য় ডোজ টিকা দেওয়া হবে।
সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার দ্বিতীয় ডোজ যারা পাননি, তাদেরকেই এই টিকাগুলো দেওয়া হবে। যারা ইতিমধ্যে দ্বিতীয় ডোজের জন্য এসএমএস পেয়েছেন, কিন্তু টিকা পাননি, তারা ওই এসএমএস দেখিয়ে দ্বিতীয় ডোজ টিকা নিতে পারবেন। যারা প্রথম ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা নিয়েছেন, তাদের দ্বিতীয় ডোজে অন্য কোনো কোম্পানির টিকা নেওয়া যাবে না।
এদিকে গত ৬ আগস্ট চট্টগ্রামে করোনা ভাইরাসের অন্যান্য টিকার সঙ্গে আসে ১ লাখ ৮ হাজার ডোজ কোভিশিল্ড। ফলে প্রথম ডোজ নেওয়ার পর চার মাস ধরে দ্বিতীয় ডোজের অপেক্ষায় থাকা এক লাখের বেশি মানুষকে টিকাদান নিশ্চিত হলো।
উল্লেখ্য, গত ৩১ জানুয়ারি চট্টগ্রামে ৪ লাখ ৫৬ হাজার ডোজ কোভিশিল্ড আসার পর ৭ ফেব্রæয়ারি থেকে করোনার টিকাদান শুরু হয়। এরপর ৯ এপ্রিল পাওয়া যায় ৩ লাখ ৬ হাজার ডোজ। সর্বশেষ ৬ আগস্ট আসে ১ লাখ ৮ হাজার ডোজ। টিকা না আসায় নিবন্ধিত ১ লাখ ৫ হাজার ৪২৫ জন প্রথম ডোজ নিয়েও দ্বিতীয় ডোজ দিতে পারেননি। এখন টিকা নিশ্চিত হওয়ায় পর্যায়ক্রমে তাদেরকে টিকার দ্বিতীয় ডোজ প্রদান করা হবে।