চট্টগ্রামের ৭ কেন্দ্রে এমবিবিএস পরীক্ষা দিল ১৩৮৯১ জন

30

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামসহ সারাদেশে অনুষ্ঠিত হলো এমবিবিএস ভর্তি পরীক্ষা। গতকাল শুক্রবার সকাল ১০টায় একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ১০০ নম্বরের এমসিকিউ এর উত্তর দিতে হয়েছে পরীক্ষার্থীদের। চট্টগ্রামে মোট পরীক্ষার্থী ছিল ১৩ হাজার ৮৯১ জন।
৭টি কেন্দ্রের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পাসের ২৮টি হলে ২৪৫১ জন, চট্টগ্রাম সরকারি কলেজের ২৮টি হলে ২ হাজার ৩৪৮ জন, কাজেম আলী স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসের ১৭টি হলে ১ হাজার ৬০৭ জন, এমইএস কলেজের ২০টি হলে ২ হাজার ১৫৫ জন, চট্টগ্রাম মহিলা কলেজের ১৪টি হলে ১ হাজার ৫৫০ জন, বাওয়া স্কুল অ্যান্ড কলেজের ২১টি হলে ১ হাজার ৯৪০ জন এবং ইস্পাহানি স্কুল অ্যান্ড কলেজের ১৭টি হলে ১ হাজার ৮৪০ জন পরীক্ষায় অংশ নেন।
চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. শাহেনা আক্তার বলেন, সুষ্ঠুভাবে চট্টগ্রামের ৭টি ভেন্যুতে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১৩ হাজার ৮৯১ জন। চট্টগ্রাম মেডিকেল কলেজ ভেন্যুতে ২ হাজার ৪৯১ জন পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছে।
এদিকে সারাদেশে এমবিবিএস ভর্তি পরীক্ষায় এবারে অংশ নিয়েছে মোট ১ লাখ ৪৩ হাজার ৯১৫ জন শিক্ষার্থী। দেশের ১৮টি মেডিকেল কলেজ এবং একটি ডেন্টাল কলেজের অধীনে ৫৭টি পরীক্ষা কেন্দ্রে তাদের পরীক্ষা নেওয়া হয়। সারাদেশে ৩৭টি সরকারি মেডিকেল কলেজে আসন রয়েছে ৪ হাজার ৩৫০টি। বেসরকারি ৭২টি মেডিকেল কলেজে আসন রয়েছে ৬ হাজার ৪৮৯টি। এই হিসাবে সরকারি-বেসরকারি মেডিকেল কলেজ মিলিয়ে প্রতিটি আসনের বিপরীতে এবার প্রার্থী ছিল ১৩ জন।
এর বাইরে যারা এমসিকিউর ১০০ নম্বর থেকে ৪০ এর বেশি পাবেন, তাদের মধ্য থেকে বেসরকারি মেডিকেলে শিক্ষার্থী নেওয়া হবে। সরকারি মেডিকেল কলেজে ভর্তির জন্য মুক্তিযোদ্ধা কোটায় ৮৭টি এবং উপজাতিদের জন্য ৩৩টি আসন বরাদ্দ থাকবে। বাকি ৪ হাজার ২৩০টি আসনে ৮০ শতাংশ জাতীয় মেধায়।