‘চট্টগ্রামের সংস্কৃতি ও ঐতিহ্যের চর্চা হয় আমেরিকায়’

4

মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগানে বৃহত্তর চট্টগ্রাম সমিতির সভাপতি নির্বাচিত হয়েছেন মোহাম্মদ নুরুল হক। প্রবাসীদের এ সংগঠনের মাধ্যমে আমেরিকায় চর্চা হয় চট্টগ্রামের সংস্কৃতি ও ঐতিহ্যের। ১৮ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ পদে তিনজন নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ আজিজ ও কোষাধ্যক্ষ পদে মুসলিম উদ্দিন নির্বাচিত হয়েছেন। এ সমিতির আয়োজনে বনভোজন, মেজবান ও সাংস্কৃতিক অনুষ্ঠানে চট্টগ্রামের সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষার চেষ্টা করা হয়। এর মধ্য দিয়ে সংগঠকরা চান, তাদের সন্তানরা যেন চট্টগ্রামের ভাষা ও সংস্কৃতি ধারণ করে এবং ঐতিহ্য নিয়ে গর্বিত হতে পারে। বিজ্ঞপ্তি