চট্টগ্রামের শুভযাত্রা

48

৩৯তম জাতীয় ক্রিকেট প্রতিযোগিতায় মাদারীপুর জেলার বিপক্ষে ছয় উইকেটে জয় নিয়ে যাত্রা শুরু করেছে চট্টগ্রাম জেলা। গতকাল যশোর স্টেডিয়ামের আউট ফিল্ড ভেজা থাকায় খেলা শুরু হতে দেরি হয়, তার উপর ম্যাচের দৈর্ঘ্য কমে গিয়ে ২০ ওভারে নেমে আসে। তাতে মাদারীপুর জেলা টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়ে খেলতে নেমে চট্টগ্রাম জেলার বোলারদের ঘূর্ণিতে পড়ে নয় উইকেটে মাত্র ৯৯ রান সংগ্রহ করতে সক্ষম হয়। তাদের হয়ে রুবেল হাওলাদার ৩৮, আল আমিন ১১, নাহিদ তালুকদার ১৩ ও স্বপন কুমার দে ১০ রান করেন। চট্টগ্রামের হয়ে রতন দাশ তিনটি এবং ওয়াহিদুল আলম ও কাজী কামরুল দুটি করে উইকেট নেন।
১০০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে চট্টগ্রাম জেলা চার উইকেট হারিয়ে ১৯.৪ ওভারে জয় তুলে নেয়। দলের মিরাজুল ২৯ এবং সাব্বির রহমান অপরাজিত ৪৩ রান করেন। প্রতিপক্ষের ওয়াহিদুজ্জামান দুটি উইকেট তুলে নেন। আগামী ৫ মার্চ চট্টগ্রাম জেলা দল পরবর্তী খেলায় পাবনা জেলার মুখোমুখি হবে।