চট্টগ্রামের পর্যটন অঞ্চল নিয়ে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিতে হবে

25

চট্টগ্রামের পর্যটন অঞ্চলসমূহ নিয়ে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিতে হবে। এই অঞ্চলের পর্যটন বিকাশে ও পর্যটকদের কাছে আকর্ষণীয় করে তুলতে এর বিকল্প নেই। না হলে পর্যটকরা এখানে আসবেন না। চট্টগ্রাম সুহৃদ এর আয়োজনে ‘চট্টগ্রামে পর্যটন-সমস্যা ও সম্ভাবনা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে বক্তারা এ অভিমত ব্যক্ত করেন।
শনিবার মুরাদপুরস্থ নিউজ চট্টগ্রাম হলে গোলটেবিল বৈঠক সাংবাদিক আলীউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম সুহৃদের সভাপতি মির্জা ইমতিয়াজ শাওনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর অধ্যাপক আলী আজগর চৌধুরী, প্রধান বক্তা ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ট্যুরিষ্ট) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী। আলোচক ছিলেন অধ্যাপক শামসুদ্দিন শিশির, ক্যাব সভাপতি এস এম নাজের হোসেন, সিপ্লাস টিভির চিফ রিপোর্টার খোরশেদুল আলম শামীম, জলছবির উপদেষ্টা অধ্যাপক অমলেন্দু বড়–য়া, ট্রাভেল ব্যবসায়ী জামাল হোসেন, মোটেল সৈকত এর ব্যবস্থাপক মোহাম্মদ সরওয়ার উদ্দিন, ক্যাবের সাধারণ সম্পাদক ইকবাল ছাবেরী, নুর মোহাম্মদ রানা, জীবন মুছা, ট্যুর অপারেটর লায়ন আবু সালেহ, চট্টগ্রাম সুহৃদের সহ-সভাপতি জাহেদ কায়সার, সাধারণ সম্পাদক ইন্টেরিয়র আর্কিটেক্ট রোটারিয়ান শাদ ইরশাদ, সাংগঠনিক সম্পাদক সৈকত বড়–য়া অন্তু, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের আহŸায়ক শফিউল আজম জিপু, শ্রমিক নেতা নুরুল ইসলাম সবুজ, চট্টগ্রাম চলচ্চিত্র কেন্দ্রের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ কামাল, বিশ্ববিদ্যালয় ছাত্র আরজু মোহাম্মদ তারেক, বাবুল হোসেন বাবলা, শাহরিয়ার মুনির জিসান, দোলোয়ার হোসেন সহ প্রমুখ। বিজ্ঞপ্তি