চট্টগ্রামের ক্রীড়াঙ্গন আরো অনেক দূর এগিয়ে যাবে : এ কে আজাদ

85

মাদারবাড়ি শোভানীয়া ক্লাব চ্যাম্পিয়ন হওয়ার মধ্যদিয়ে বন্দর নগরীর এম এ স্টেডিয়ামে গতকাল পর্দা নেমেছে এলিট পেইন্ট রাবেয়া সিরাজ সিডিএফএ কিশোর ফুটবল লিগের। বরাবরের মতোই এর পৃষ্ঠপোষকতায় ছিল দেশের শীর্ষস্থানীয় ও স্বনামধন্য শিল্প প্রতিষ্ঠান এলিট পেইন্ট গ্রুপ অব কোম্পানিজ। চট্টগ্রামের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে হাতেগোনা যে কয়টি গ্রুপ সবসময় সহযোগিতার হাত বাড়িয়ে দেয় তাদের মধ্যে অন্যতম এলিট পেইন্ট গ্রুপ অব কোম্পানিজ। তাই ক্রীড়া সংশ্লিষ্টরা মনে করে এলিট পেইন্ট গ্রুপ অব কোম্পানিজ সবসময় এগিয়ে আসে বলেই চট্টগ্রামের ক্রীড়া চাকা সচল রয়েছে। কি উদ্দেশ্যে এবং কেন স্পন্সর হিসেবে এলিট পেইন্ট গ্রুপ অব কোম্পানিজ হাত বাড়িয়ে দেয় গতকাল তা জানান প্রতিষ্ঠান মহাব্যবস্থাপক (প্রশাসন) এ কে আজাদ, ‘উদ্দেশ্য একটাই, আমরা চাই চট্টগ্রামের ক্রীড়াঙ্গন এগিয়ে যাক এবং সবসময় সচল থাকুক।’ আরেক প্রশ্নের জবাবে এ কে আজাদ বলেন, ‘গ্রাহকরাই এলিট পেইন্টের প্রাণ। তাদের কারণেই আজ দেশব্যাপি পরিচিত নাম এলিট পেইন্ট। আমরা শুধুমাত্র পণ্যের প্রচারের জন্য স্পন্সর করি, তা নয়। আমরা চাই তরুণ ও যুবসমাজ সবসময় খেলার মধ্যে থাকুক। তাতে বিপথে যাওয়ার সুযোগও যেমন কম, তেমনি চট্টগ্রামও ক্রীড়াঙ্গনে এগিয়ে যাবে এবং নতুন নতুন খেলোয়াড় তৈরি হবে।’ মরহুম সিরাজ উদ্দিন আহমেদ প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানটি সদ্য সমাপ্ত এলিট পেইন্ট রাবেয়া সিরাজ কিশোর ফুটবল লিগ ছাড়াও দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন ক্রীড়া সংস্থাকে আর্থিকভাবে পৃষ্ঠপোষকতা করে ক্রীড়াঙ্গনকে সমৃদ্ধ করে যাচ্ছে। তার কয়েকটি হলো- চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা, চট্টগ্রাম মহানগরী ক্রীড়া সংস্থা, ভাটিয়ারি গল্ফ এন্ড কান্ট্রি ক্লাব, গুলশান ক্লাব, উত্তরা ক্লাব, ঢাকা ক্লাব, কুর্মিটোলা গল্ফ ক্লাব, চট্টগ্রাম বোট ক্লাব, চট্টগ্রাম ডায়াবেটিক হাসপাতাল, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতা. চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল ইত্যাদি।