চট্টগ্রামের অক্সিজেন এলাকায় মুক্তমঞ্চ স্থাপনের দাবীতে মানববন্ধন

30

পূর্বদেশ অনলাইন
নগরীর অক্সিজেন মোড়ে গতকাল বিকাল ৪টায় বিশিষ্ট সংস্কৃতিকর্মী ও বাংলাদেশ মূকাভিনয় ফেডারেশানের সহসভাপতি সোলেমান মেহেদীর আহ্বানে অক্সিজেন মোড়ের বঙ্গবন্ধু এভিন্যুউ চত্বরে মুক্তমঞ্চ স্থাপনের দাবীতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধের সভা পরিচালনা করেন বিশিষ্ট নাট্যকর্মী জানে আলম টিটু। মানববন্ধনে সংহতি জানিয়ে বক্তব্য প্রদান করেন বিশিষ্ট নাট্যজন ও অধ্যাপক মোস্তফা কামাল যাত্রা, আন্তর্জাতিক মূকাভিনয়শিল্পী রিজোয়ান রাজন, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব এনামুল হক, সমাজসেবক আলহাজ্ব জাহাঙ্গীর আলম খান, শিক্ষানুরাগী ওয়াদুদ মামুন, সমাজকর্মী শাহাদাত হোসেন বাবলু প্রমুখ। বক্তারা মুক্তমঞ্চটি সদ্যপ্রয়াত নাট্যজন শাহিনুর সরোয়ারের নামে করার প্রস্তাব করেন এবং ব্রিটিশ বিরোধী আন্দোলনের স্মৃতি বিজড়িত জালালাবাদ পাহাড় স্মরণে মুক্তমঞ্চটিকে ঘিরে জালালাবাদ পার্ক করারও প্রস্তাব করেন। সোলেমান মেহেদীর সমাপনী বক্তব্যের মাধ্যমে মানববন্ধন কর্মসূচী সমাপ্ত ঘোষণা করা হয়।