চকরিয়া পৌরমেয়র পদে মনোনয়ন প্রত্যাশা যুবলীগ নেতা পল্টুর

42

চকরিয়া পৌরসভার নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশা করে সংবাদ সম্মেলন করেছেন চকরিয়া উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি কারা নির্যাতিত সাবেক ছাত্রনেতা মোজাফ্ফর হোসেন পল্টু। ১৫ জানুয়ারি বাদ জুমা চকরিয়া পৌর সদরের থানা সেন্টারস্থ নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে মেয়র পদে দলীয় মনোনয়ন প্রত্যাশার কথা জানান তিনি। সংবাদ সম্মেলনে পল্টু বলেন, আমার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে আমি অবিভক্ত চকরিয়া-পেকুয়া উপজেলায় বাংলাদেশ ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছি। দীর্ঘদিন ধরে আমি পরিবহন শ্রমিকলীগ কক্সবাজার জেলা শাখা সভাপতির দায়িত্ব পালনের পাশাপাশি জাতীয় শ্রমিক লীগের কক্সবাজার জেলা শাখার সহ-সভাপতির দায়িত্ব পালন করি। বর্তমানে আমি মুক্তিযোদ্ধা যুব কমান্ডের কক্সবাজার জেলা সভাপতির পাশাপাশি চকরিয়া উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছি।
তিনি বলেন, ছাত্রলীগ ও যুবলীগের রাজনীতি করার অপরাধে অনেক মামলা-হামলার শিকার হয়ে একাধিকবার কারাবরণ করেছি। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার পরিবারকে তাঁর কার্যালয়ে নিয়ে ২০ লাখ টাকা অনুদান দেন। মাননীয় প্রধানমন্ত্রীর বদান্যতায় আমি ও আমার পরিবার কৃতজ্ঞ। মাননীয় প্রধানমন্ত্রী এখনো আমাদের পরিবারের খোঁজখবর রাখেন। আমি আসন্ন চকরিয়া পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশা করছি। আশা করি প্রধানমন্ত্রীর আস্থাভাজন একজন কর্মী হিসেবে আমাকে মেয়র পদে নৌকা প্রতীকের দলীয় মনোনয়ন প্রদান করবেন।
সংবাদ সম্মেলনে চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ছৈয়দ আলম কমিশনার, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আবসার উদ্দিন মাহমুদ, চকরিয়া উপজেলা ছাত্রলীগ ফাউন্ডেশনের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাংবাদিক মোহাম্মদ উল্লাহ ও পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী এস বাদল সুশীলসহ আওয়ামীলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।-চকরিয়া প্রতিনিধি