চকরিয়ায় ৩০ সেলো মেশিন ধ্বংস

48

চকরিয়া প্রতিনিধি

কক্সবাজারের চকরিয়ায় উচ্চ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে বালু উত্তোলনের সময় অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত। এ সময় ৩০টি বালু উত্তোলনের সেলো মেশিন ধ্বংস, এক হাজার ফুট ফাইপ ও দুইটি ডাম্পার (মিনি ট্রাক) জব্দ করা হয়। সোমবার দুপুর থেকে একটানা সন্ধ্যা পর্যন্ত ডুলাহাজারা বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারী পার্ক সংলগ্ন রং মহল, দাঙ্গার বিল ও পাগলির ছড়ার অবৈধ বালু মহালে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জেপি দেওয়ানের নেতৃত্বে সাফারি পার্ক কর্তৃপক্ষ। এ সময় দুই বালুদস্যুকে দুই লাখ টাকা জরিমানা করার পাশাপাশি বালু পরিবহনে ব্যবহৃত দুইটি ডাম্পার (মিনি ট্রাক) জব্দ করা হয়। সাফারি পার্কের তত্বাবধায়ক মাজহারুল ইসলাম জানায়, পার্ক সংলগ্ন বনাঞ্চলের পরিবেশ ধ্বংস করে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিলো স্থানীয় একটি সংঘবদ্ধ বালুদস্যুচক্র। বিষয়টি নিয়ে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) দায়ের করা মামলায় ইজারা বন্ধ ও বালু উত্তোলনে নিষেধাজ্ঞা আরোপ করেন উচ্চ আদালত। কিন্তু আদালতের ওই নির্দেশনা অমান্য করে ডুলাহাজারা বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারী পার্ক সংলগ্ন রং মহল, দাঙ্গার বিল ও পাগলির ছড়া এলাকায় অর্ধশত সেলো মেশিন বসিয়ে ভূ-গর্ব থেকে অবৈধ বালু উত্তোলন অব্যাহত রাখে বালুদস্যু চক্রটি। চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জেপি দেওয়ান বলেন, বঙ্গবন্ধু সাফারি পার্ক সংলগ্ন এলাকা থেকে উচ্চ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে বালু উত্তোলনের খবর পেয়ে সোমবার দুপুর থেকে একটানা সন্ধ্যা পর্যন্ত ওই এলাকায় অভিযান চালানো হয়। এ সময় বঙ্গবন্ধু সাফারি পার্ক কর্তৃপক্ষ অভিযানে অংশ নেয়। তিনি আরও বলেন, অভিযান চলাকালে আটক আবুবক্কর ছিদ্দিক ও রবিউল আলম নামে দুই বালু খেকোকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। তারা টাকা দিতে ব্যর্থ হলে অনাদায়ে দুই বছর করে জেল দেয়া হবে। আগামীতেও এ অভিযান অব্যাহত থাকবে এবং এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।