চকরিয়ায় মাদ্রাসায় বার্ষিক অনুষ্ঠান

12

 

চকরিয়া উপজেলার পূর্ব বড়ভেওলা জয়নাল আবেদীন মহিউচ্ছুন্নাহ দাখিল মাদরাসা, সিকদারপাড়া ছলিমুল উলুম এতিমখানা ও হেফজখানা এবং হযরত খদিজাতুল কোবরা (রাঃ) বালিকা এতিমখানার যৌথ উদ্যোগে ২৬ ফেব্রæয়ারি, রবিবার সকাল (১০টা হতে রাত ১০ টা পর্যন্ত) বার্ষিকসভা, পুরস্কার বিতরণ ও ইছালে ছওয়াব মাহফিলের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদ সদস্য জাফর আলম ও ২য় অধিবেশন বাদে মাগরিব প্রধান অতিথির বক্তব্য রাখেন রাহবারে বায়তুশ শরফ আল্লামা শায়খ মুহাম্মদ আবদুল হাই নদভী (ম. জি. আ.) মাদরাসা এবং এতিমখানার প্রতিষ্ঠাতা হাফেজ মোহাম্মদ আমান উল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠানের প্রথম অধিবেশনে প্রধান বক্তা ছিলেন জাতীয় সংসদ সদস্য জাফর আলমের সহধর্মিণী, চকরিয়া উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক পরিষদের সভাপতি ও বিশিষ্ঠ সমাজসেবী সাহেদা জাফর। হাফেজ আমান উল্লাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক নইম কাদের ও মহাসচিব মুহাম্মদ ওমর ফারুক সজীবের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চকরিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মকসুদুল হক ছুট্টু,মমতার প্রধান নির্বাহী ও সাবেক লায়ন গভর্নর রফিক আহমদ, চকরিয়া সমিতি চট্টগ্রাম এর সভাপতি অধ্যক্ষ ডক্টর মুহাম্মদ সানাউল্লাহ, চকরিয়া উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মদ আমজাদ হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. নজরুল ইসলাম, বাহরুল উলুম আল্লামা শাহ মোহাম্মদ কুতুবউদ্দিন (রহ.) ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা মুহাম্মদ ছলাহ উদ্দিন বেলাল,পূর্ব বড়ভেওলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারহানা আফরিন মুন্না, বড় মহেশখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শহিদ উল্লাহ চৌধুরী, আল-হেজাজ ফাউন্ডেশনের অর্থ সম্পাদক হাফেজ মুহাম্মদ আনোয়ার হোসেন,রহিমপুর হেজাজীয়া এতিমখানা ও হাফেজিয়া মাদরাসার তত্বাবধায়ক কাজী মোহাম্মদ লোকমান। আলোচনায় অংশ গ্রহণ করেন- বায়তুশ শরফ মজলিছুল ওলামা বাংলাদেশ এর মহাসচিব হজরত মাওলানা মামুনুর রশীদ নূরী, চুনতি হাকিমিয়া কামিল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা ফারুক হোসাইন প্রমুখ। অনুষ্ঠানে হাফেজ আমান উল্লাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে মাদরাসা এবং এতিমখানার ছাত্র-ছাত্রীদের মাঝে বিভিন্ন ক্যাটাগরিতে ১৪৭ শিক্ষকদের মাঝে ১০ টি পুরস্কার প্রদান করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব জাফর আলম এমপি বলেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মাদরাসা শিক্ষা ও এতিমদের কল্যাণে ব্যাপক অবদান রেখেছেন। প্রধান বক্তা সাহেদা জাফর বলেন, এতিমদের লালন-পালন করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব ও কর্তব্য। বিজ্ঞপ্তি