চকরিয়ায় দেয়াল চাপা পড়ে যুবক নিহত

50

কক্সবাজারের চকরিয়ায় টানা ভারী বর্ষণের ফলে বসতঘরের মাটির দেয়াল ধসে পড়ে মো. হারুন-অর রশিদ (৩৫) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এসময় হারুন-অর রশিদ বাড়ির পার্শ্ববর্তী তার নিজ দোকানে ঘুমন্ত অবস্থায় ছিলেন। গতকাল সোমবার ভোররাতে উপজেলার বরইতলী ইউনিয়ের ৮ নম্বর ওয়ার্ডের হাফালিয়াকাটা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হারুন-অর রশিদ ওই এলাকার মৃত বশির আহমদের ছেলে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন স্থানীয় বরইতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জালাল আহমদ সিকদার।
স্থানীয় এলাকাবাসী সূত্র জানায়, রবিবার দিবাগত রাত ১১টার দিকে খাবার খেয়ে মাটির বসতঘর লাগোয়া তার নিজ দোকানে যখন হারুন-অর রশিদ ঘুমাচ্ছিলেন তখন থেমে থেমে ভারী বৃষ্টিপাত হচ্ছিল। সোমবার ভোররাতে মুসলধারে বৃষ্টিপাত হলে দোকানের সাথে লাগোয়া বাড়ির মাটির দেয়ালটি ধসে পড়ে। এসময় মাটি চাপা পড়ে হারুন-অর রশিদ ঘটনাস্থলেই প্রাণ হারান। পরে পরিবারের সদস্যরা মাটির দেয়াল সরিয়ে ফেলে মৃত অবস্থায় হারুন-অর রশিদকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নূরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমান বলেন, বরইতলী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের হাফালিয়াকাটা এলাকায় দেয়াল চাপা পড়ে এক যুবক নিহত হওয়ার বিষয়টি জেনে ঘটনাস্থলে প্রশাসনের লোক পাঠানো হয়েছে। দেয়াল চাপায় নিহতের পরিবারকে প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা দেয়া হবে বলেও জানান তিনি।