চকরিয়ায় দুর্নীতিবিরোধী দিবস পালিত

26

কক্সবাজারের চকরিয়ায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে র‌্যালি, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। চকরিয়া উপজেলা প্রশাসন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) ও সচেতন নাগরিক কমিটি (সনাক), চকরিয়া এসব অনুষ্ঠানের আয়োজন করে। সোমবার জাতীয় সঙ্গীত পরিবেশন, জাতীয় পতাকা উত্তোলন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে দিনের কর্মসূচি শুরু করা হয়। সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে কর্মসূচির উদ্বোধন করেন চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভ‚মি) তানভীর হোসেন। এ সময় সনাক চকরিয়ার সভাপতি অধ্যাপক এ কে এম শাহাবুদ্দিন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) সভাপতি মো. নোমান, টিআইবির আঞ্চলিক ব্যবস্থাপক এজিএম জাহাঙ্গীর আলম ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, সাংবাদিক সনাক ও দুপ্রক নেতৃবৃন্দ এবং পেশাজীবীসহ বিভিন্ন শ্রেণি পেশার জনগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি সহকারী কমিশনার (ভ‚মি) তানভীর হোসেন বলেন, সরকার দুর্নীতির বিরুদ্ধে শক্ত অবস্থান গ্রহণ করেছে। প্রতিটি প্রতিষ্ঠানের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। সরকারি উদ্যোগে একাত্ম হয়ে জনগণকেও দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হয়ে এগিয়ে আসতে হবে। নিজেকে দুর্নীতিমুক্ত রাখার শপথই হোক আগামীর সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গড়ার অন্যতম অঙ্গীকার। পরে প্রধান অতিথির নেতৃত্বে দুর্নীতিবিরোধী র‌্যালি বের করা হয়। র‌্যালিটি চকরিয়া উপজেলা পরিষদ থেকে শুরু হয়ে থানার মোড়ে এসে শেষ হয়। পরে সনাক সভাপতি অধ্যাপক এ কে এম শাহাবুদ্দিনের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে একাত্মতা ঘোষণা করে ও নিজেকে দুর্নীতিমুক্ত ঘোষণা করে অতিথিবৃন্দ বক্তব্য রাখেন। এতে কিছু সুপারিশ প্রস্তাব আকারে উপস্থাপন করা হয়।