চকরিয়ায় দু’টি অবৈধ আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ৩

31

কক্সবাজারের চকরিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে দেশীয় তৈরি দুইটি অবৈধ লম্বা বন্দুকসহ তিন ব্যক্তিকে আটক করেছে। গতকাল রবিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার খুটাখালী ইউনিয়নের পূর্ণগ্রাম বনাঞ্চলের কালাপাড়া এলাকায় অভিযান চালিয়ে পুলিশ এসব ব্যক্তিদের গ্রেপ্তার ও অবৈধ অস্ত্র উদ্ধার করে। পুলিশি অভিযানে গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার খুটাখালী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মুচ্ছিকাটা এলাকার মৃত মনজুর আলমের ছেলে মো.আবদুল করিম (২০), একই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ধরপাড়া এলাকার বজল আহমদের ছেলে মো.জয়নাল আবেদীন (১৯) ও তাদের সহযোগী ধরপাড়া এলাকার কবির আহমদের ছেলে জয়নাল আবেদীন (৩৮)।
অভিযানের নেতৃত্ব দেয়া চকরিয়া থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মাজহারুল ইসলাম বলেন, খুটাখালী ইউনিয়নের পূর্ণগ্রাম বনাঞ্চলের কালাপাড়া এলাকায় গহীন বনাঞ্চলের ভেতরে আগ্নেয়াস্ত্রসহ একদল অবৈধ অস্ত্রধারী অবস্থান নেয়ায় গোপন সূত্রে খবর পেয়ে থানার এএসআই কামাল হোসেন (১) ও এএসআই কামাল উদ্দিনসহ সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে রবিবার সন্ধ্যায় ওই এলাকায় অভিযান চালাই। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অস্ত্রধারীরা পালানোর সময় পুলিশ ধাওয়া দিয়ে প্রথমে দুইজনকে আটক করে। পরে পুলিশ তল্লাশি চালিয়ে স্থানীয় বজল আহমদের ছেলে জয়নাল আবেদীনের বাড়ি থেকে দেশীয় তৈরি দুটি লম্বা বন্দুক (এলজি) উদ্ধার করে। এসময় অবৈধ অস্ত্র রাখার দায়ে তাকেও গ্রেপ্তার করে পুলিশ।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.হাবিবুর রহমান বলেন, রবিবার সন্ধ্যায় পুলিশের অভিযানে অস্ত্রসহ গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে অবৈধ অস্ত্র রাখার দায়ে থানায় মামলা দায়ের প্রস্তুতি চলছে।