চকরিয়ায় উগ্রবাদ ও সহিংসতাবিরোধী সভা

66

চকরিয়ায় উগ্রবাদ ও সহিংসতাকে না বলার অঙ্গিকার করে বিজয় দিবসের র‌্যালি ও আলোচনা সভা করেছে হারবাং ইউনিয়নের শাক্যমুনি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরে উগ্রবাদ ও সহিংসতা নিরসনে শিক্ষক-শিক্ষিকাদের ভূমিকা শীর্ষক এক অভিহিতকরণ সভা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছল্যাফ্রই রাখাইনের সভাপতিত্বে বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয়। ইসপা সিভিক কনসোটিয়ামের সহযোগিতায় বেসরকারি সংস্থা শেড গত ১৬ ডিসেম্বর এ অনুষ্ঠানের আয়োজন করে। শেড’র প্রকল্প ব্যবস্থাপক মো. শওকত ওসমানের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উমেচিং রাখাইন,অংক্যাচিং, সুদিব কান্তি দত্ত, নাজিম উদ্দিন, কুতুব উদ্দিন, প্রমাচং দে, প্রকাশ চক্রবর্তী, জয়নাব বেগম,কতরুন্নাহার, আক্যাইনু, আবদুল হালিম ও মো. ফরহাদ। সভায় বক্তারা বলেন, একজন জ্ঞানী ব্যক্তি তার মেধা ও যোগ্যতা দিয়ে পুরো সমাজের চিত্র পাল্টে দিতে পারে। পাশাপাশি জনগণের সামাজিক সম্পৃক্ততার মাধ্যমে উগ্রবাদ ও সহিংসতা নিরসন করে সমাজে শান্তি প্রতিষ্ঠায় শিক্ষকদের পাশাপাশি শিক্ষার্থীরাও অগ্রণী ভূমিকা পালন করতে পারে। প্রধান শিক্ষক ছল্যাফ্রই রাখাইন বলেন, ছাত্রছাত্রীদের সম্পৃক্ততায় পরিবার ও সমাজ থেকে উগ্রবাদ ও সহিংসতা নিরসনে ভূমিকা রাখতে হবে। স্কুলের পাঠ্যসূচীতে বিষয়টি অন্তর্ভূক্ত করতে হবে। শিক্ষক-অভিভাবক ও ছাত্রছাত্রীদের যৌথভাবে সমাবেশ করতে হবে। সমাজ থেকে উগ্রবাদ ও সহিংসতাকে না বলার অংগীকার করতে হবে। পরে উগ্রবাদ ও সহিংসতাকে না বলার অঙ্গিকার করে স্বাক্ষর করেন বিদ্যালয়ের শিক্ষার্থীরা।-চকরিয়া প্রতিনিধি