চকরিয়ায় অর্ধশত অবৈধ স্থাপনা উচ্ছেদ

6

চকরিয়া প্রতিনিধি

চকরিয়ায় সরকারি জায়গায় অবৈধ স্থাপনা নির্মাণের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চালিয়েছে প্রশাসন। চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেপি দেওয়ানের নির্দেশে গতকাল শনিবার বদরখালী ইউনিয়নের ফেরিঘাট এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) মো. রাহাত উজ জামান।
বেলা ১১টা থেকে টানা দুপুর ১টা পর্যন্ত চলে উচ্ছেদ অভিযান। এ সময় ছোট-বড় ৫০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এছাড়া বদরখালীর সাগর চ্যানেলে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন কাজে ব্যবহৃত একটি সেলো মেশিন ধ্বংস করা হয়। অভিযানের খবর পেয়ে অবৈধ দখলে জড়িতরা গা ঢাকা দেয়ায় কাউকে আটক করা যায়নি।
অভিযানকালে পূর্ব বড়ভেওলা ইউনিয়ন ভূমি কর্মকর্তা মো. আবুল মনসুর, পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাহাত উজ জামান বলেন, বদরখালীর ফেরিঘাট এলাকায় অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগ পেয়ে সেখানে অভিযান চালানো হয়। অভিযান শেষে দখলমুক্ত জায়গায় প্রশাসনের সাইনবোর্ড টাঙ্গিয়ে দেয়া হয়। এ অভিযান অব্যাহত থাকবে।