চকরিয়ায় অজগর সাপ বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে অবমুক্ত

97

কক্সবাজার উত্তর বন বিভাগের ফাঁসিয়াখালী রেঞ্জের অধীন চকরিয়া উপজেলার রিংভং বনবিটের অভয়ারণ্য থেকে কালো রংয়ের বড় সাইজের একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। গত ১৫ জুন সকালে জঙ্গল পরিস্কার করার সময় শ্রমিকরা অজগরটি দেখতে পেয়ে বন বিভাগের লোকজনকে খবর দেয়। পরে কৌশলে সেটি আটক করার পর দুপুরে ডুলাহাজারা বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। রিংভং বনবিট কর্মকর্তা আনোয়ার হোসেন খাঁন বলেন, শনিবার সকালে বনবিটের অধীন অভয়ারণ্যে জঙ্গল পরিস্কার করতে যায় একদল শ্রমিক। এসময় শ্রমিকরা প্রায় অচেতন অবস্থায় বড় সাইজের একটি অজগর সাপ পড়ে থাকতে দেখে বন বিভাগের লোকজনকে খবর দেয়। পরে কৌশলে সেটি আটক করার ডুলাহাজারা বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। চকরিয়া প্রতিনিধি