চকবাজার স্পোর্টিং ক্লাবের ২য় জয় টাইব্রেকারে হেরে গেল কিষোয়ান

44

মাদারবাড়ী শোভানীয়া ক্লাব আয়োজিত কে.এম.এজেন্সীর পৃষ্ঠপোষকতায় মেয়র আ.জ.ম নাছির উদ্দিন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০১৯ এখন টাইব্রেক ফুটবল টুর্নামেন্টে পরিণত হয়েছে। কলেজিয়েট স্কুল মাঠে গতকাল টুর্নামেন্টের ৭ম ম্যাচটিও ড্র হয়েছে, তবে এবার গোলহীন নয়, ১-১ গোলে ড্র। এ পর্যন্ত অনুষ্ঠিত ৭ ম্যাচের ৫ টিই ড্র হল। টুর্নামেন্টের বাইল’জ অনুসারে ড্র ম্যাচের টাইব্রেকারে গতকাল ফেভারিট কিষোয়ান স্পোর্টিং ক্লাবকে ৬-৫ গোলে হারিয়ে ২ পয়েন্ট কেড়ে নিয়েছে চকবাজার স্পোর্টিং ক্লাব। অবশ্য একেবারে খালি হাতে ফিরে নি কিষোয়ানও, টাইব্রেকারে হারলেও পেয়েছে এক পয়েন্ট। গ্রæপ ‘এ’ তে এটি ছিল দু’দলেরই ২য় ম্যাচ। ৫ পয়েন্ট পেয়ে চকবাজার স্পোর্টিং ক্লাব পয়েন্ট তালিকার শীর্ষে এবং ৪ পয়েন্ট পাওয়া কিশোয়ান স্পোর্টস ক্লাব এর অবস্থান ২য়।
গতকালকের খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয় চকবাজার স্পোর্টিং ক্লাবের খেলোয়াড় রাজীব বড়–য়া। ম্যাচসেরার পুরস্কার প্রদান করেন ২৯নং ওয়ার্ড যুবলীগ নেতা মোঃ শরীফ। এ সময় উপস্থিত ছিলেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির সমন্বয়কারী মোশাররফ হোসেন লিটন, মোঃ আলাউদ্দিন ভ‚ঁইয়া, মোঃ আবু সাঈদ, মোঃ ওয়াসিম, মোঃ মিঠু, মোঃ রাজু, মোঃ জসি, সাইফুর রহমান রানা, আরাফাত আমজাদী, ওমর ফারুক, ফয়সাল, মোঃ জনি, আনিসুল ইসলাম ইমন, মারুফ, অভি, শাহেদ, ইসমাইল।
আজ দু’টি ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রবল বর্ষণে অনুপযুক্ত মাঠের কারণে স্থগিত গত ৮ জুলাই বাংলাদেশ বয়েজ ক্লাব ফুটবল একাডেমী বনাম মহসীন সাজু ফুটবল ক্লাব ম্যাচটি বেলঅ ২টায় অনুষ্ঠিত হবে। আর বিকাল ৪.০০ টায় প্রতিদ্বন্ধিতা করবে বংশাল পাড়া তরুণ সংঘ ও নির্বাণ।
এদিকে ৭টি ম্যাচের মধ্যে ৫টিরই নিষ্পত্তি টাইব্রেকারে- বিষয়টি নিয়ে টুর্নামেন্টের সমন্বয়ক ও আয়োজক সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন লিটন বলেন, বৃষ্টির কারণে মাঠে পানি জমে যাওয়ায় স্বাভাবিক খেলা বাধাগ্রস্ত হচ্ছে। ফলে কাঙ্খিত গোল পাওয়া যাচ্ছে না। তার উপর প্রতিটি দলই শক্তিশালী, সমানে সমান। এতে গোল কম হলেও প্রতিটি খেলাই হচ্ছে তীব্র প্রতিদ্বন্ধিতাপূর্ণ ও আকর্ষনীয়।