চউক চেয়ারম্যানের সাথে জাইকা প্রতিনিধিদের সভা

51

চট্টগ্রামের দুর্যোগপ্রবণ এলাকা নির্বাচন, দুর্যোগ ব্যবস্থাপনার দিক নির্দেশনা প্রণয়ন এবং ভবিষ্যতে দুর্যোগ প্রশমনে গৃহীতব্য প্রকল্প নির্বাচনের বিষয়ে আলোচনা ও দুর্যোগ ঝুঁকি প্রশমন বিষয়ে করণীয় সম্পর্কে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান এম. জহিরুল আলম দোভাষ এর সাথে জাইকা প্রতিনিধি দল এক আলোচনা সভায় মিলিত হন। সভায় জাইকার প্রতিনিধি হিসেবে সাউথ এশিয়া ডিভিশন-৪ এর উপ পরিচালক মিস. সেইকো ইয়ামাবে, ইয়োকিকা হাশিমোটো, ডিজেস্টার রিস্ক রিডাকশান প্রকল্পের বাংলাদেশ প্রতিনিধি ডাইসুকো ইতো, কোঅর্ডিনেশন এডভাইজার নোয়াকি মাতসুমুরা এবং প্রোগ্রাম ম্যানেজার মো. আনিসুজ্জামান চৌধুরী উপস্থিত ছিলেন। সভায় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ কর্তৃক বাস্তবায়নাধীন জলাবদ্ধতা নিরসন প্রকল্প, চট্টগ্রাম সিটি আউটার রিং রোড ইত্যাদি প্রকল্পগুলি চট্টগ্রামের দুর্যোগ প্রশমনে কি ধরনের ভূমিকা পালন করতে সক্ষম সে বিষয়ে জাইকা প্রতিনিধি দলকে অবহিত করা হয়। দূর্যোগ সংশ্লিষ্ট প্রকল্প প্রণয়ন, বাস্তবায়ন এবং এক্ষেত্রে প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান ও প্রশিক্ষণ সংক্রান্ত অবকাঠামো নির্মাণে সার্বিক সহায়তা প্রদানে জাইকার প্রতিনিধিগণ তাদের আগ্রহের কথা জানান।
সভায় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের প্রধান নগর পরিকল্পনাবিদ মো. শাহিনুল ইসলাম খান, তত্বাবধায়ক প্রকৌশলী এ.এ.এম হাবিবুর রহমান, প্রকল্প পরিচালক মাহফুজুর রহমান, রাজিব দাশ, কাজী কাদের নেওয়াজ, টাউন প্ল্যানার জহির আহম্মেদ, স্থপতি গোলাম রাব্বানী প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি