ঘোষিত কমিটির প্রতিবাদ ফটিকছড়ি ও ভূজপুরে যুবদলের সংবাদ সম্মেলন

22

 

ফটিকছড়ি ও ভূজপুরে জাতীয়তাবাদী যুবদলের ঘোষিত আহবায়ক কমিটি প্রত্যাখ্যান করে সংবাদ সম্মেলন করেছে অবহেলিত যুবদল নেতৃবৃন্দরা। গত শনিবার ফটিকছড়ির বিবিরহাটে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে ও ভূজপুরের হারুয়ালছড়িতে পৃথক সংবাদ সম্মেলন আয়োজন করে। সংবাদ সম্মেলন বক্তারা বলেন, কমিটিতে সিনিয়র জুনিয়ার মানা হয়নি। অবিলম্বে উপজেলা, থানা ও পৌরসভার ঘোষিত কমিটি স্থগিত করে ত্যাগীদের নিয়ে নতুন কমিটি গঠন করতে বলা হয়। না হলে কমিটির থেকে গনহারে পদত্যাগ হুমকি দেয়া হয়। এছাড়া যারা এ কমিটি গঠনে কলকাঠি নেড়েছে ফটিকছড়িতে তাদের অবাঞ্চিত ঘোষণা করা হবে। তারা অভিযোগ করে বলেন উত্তরজেলা যুবদলের সভাপতি সম্পাদক কমিটি গঠনে অর্থ লেনদেন করেছে। এসময় তারা বলেন, এ কমিটিতে ত্যাগী জেল জুলুম ভোগকারী দলীয় নেতাকর্মীদের অবমূল্যায়ন করা হয়েছে। দলের এই ক্রান্তিলগ্নে দলীয় স্বার্থকে ভূলণ্ঠিত করে ব্যক্তি বা বলয় স্বার্থকে প্রাধান্য দেওয়া হয়েছে বলেও অভিযোগ করা হয়। ফটিকছড়িতে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন যুবদল নেতা জাহাঙ্গীর আলম চৌধুরী, মনচুর আলম চৌধুরী, হান্নান চৌধুরী, মিয়া মোশরাফুল আনোয়ার মশু, রশিদ চৌধুরী, মো. বেলাল উদ্দীন, মো. এমদাদ হোসেন, মো. আহসানুল করিম রাজন, মো. আমান উল্লাহ, উমর ফারুক। অপরদিকে ভূজপুরে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মুনসুর আলম চৌধুরী, মোশরাফুল আনোয়ার, মো. ওসমান হোসেন চৌধুরী, মো. ওমর ফারুক, জাহেদুল আলম মেম্বার, ইলিয়াস মিয়া মেম্বার, জাহাঙ্গীর আলম, জামাল উদ্দীন, হাবিবুর রহমান শিকদার রুবেল, একরামুল হক, মাসুদ উদ্দিন, ইলিয়াস, বেলাল উদ্দিন নয়ন, আবুল কালাম, আরমান, সেলিম উদ্দিন, নাসির উদ্দীন, বখতিয়ার তালুকদার, সোলেমান সালমান, জাকির হোসেন, শাকিল, ইসমাল প্রমুখ। উল্লেখ্য, বৃহস্পতিবার (১১ মার্চ) মোর্শেদ হাজারীকে আহবায়ক ও মাহমুদুল হাসান চৌধুরী দিলুকে সদস্য সচিব করে ৩০ সদস্যের ফটিকছড়ি উপজেলা যুবদল, নুরুল আমিন আজাদকে আহবায়ক শহীদুল ইসলাম শহীদকে সদস্য সচিব করে ৪৩ সদস্য বিশিষ্ট ভূজপুর থানা যুবদল এবং মো. মঈন উল্লাহ উজ্জলকে আহবায়ক ও সাইফুল হায়দার রাসেলকে সদস্য সচিব করে ৩১ জন বিশিষ্ট পৌরসভা যুবদল কমিটির অনুমোদন দেয়া হয়। এদিকে কমিটি ঘোষণার পর সোস্যাল মিড়িয়ায় দলটির নেতা-কর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। উল্লেখ্য, চট্টগ্রাম উত্তর জেলার আওতাধীন ১১টি ইউনিটের কমিটির অনুমোদন দিয়েছেন উত্তর জেলা যুবদল।