ঘূর্ণিঝড় ভামকোর পর ফিলিপিন্সে এবার বন্যার ধাক্কা

26

ফিলিপিন্সে চলতি বছর আঘাত হানা সবচেয়ে প্রাণঘাতী ঝড় ভামকোতে মৃতের সংখ্যা বেড়ে ৬৭তে দাঁড়িয়েছে। দেশটিতে সাড়ে চার দশকের মধ্যে দেখা দেওয়া সবচেয়ে ভয়াবহ বন্যায় উত্তরাঞ্চলের অনেক এলাকাও পানির নিচে তলিয়ে গেছে বলে রোববার দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। টাইফুন ভামকোতে বিপুল বৃষ্টিপাতের পর কাগায়ান ভ্যালি এলাকার বন্যা পরিস্থিতির পর্যালোচনায় তুগুয়েগারাও প্রদেশ সফর করেছেন ফিলিপিন্সের প্রেসিডেন্ট রদরিগো দুতার্তে। ভামকো রাজধানী ম্যানিলাসহ ফিলিপিন্সের লুজন দ্বীপের বেশিরভাগ অংশেই তুমুল বৃষ্টি ঝরিয়েছে।
টাইফুনে এখন পর্যন্ত কাগায়ানে ২২, দক্ষিণ লুজনে ১৭, ম্যানিলায় ৮ এবং অন্য দুটি এলাকায় আরও ২০ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র মার্ক টিম্বাল। ১২ জন এখনও নিখোঁজ এবং প্রায় ২৬ হাজার বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, বলেছেন তিনি। ‘গত ৪৫ বছরের মধ্যে এটাই সবচেয়ে ভয়াবহ বন্যা। আমরা দেখছি, প্রতিবছরই পরিস্থিতি আরও খারাপ হচ্ছে,’ দুতের্তের সঙ্গে এক ব্রিফিংয়ে বলেন কাগায়ানের গভর্নর ম্যানুয়েল মাম্বা।