ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা চবি ছাত্রীর

7

চবি প্রতিনিধি

অতিরিক্ত ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী। গতকাল বুধবার ভোরে বিশ্ববিদ্যালয়ের প্রীতিলতা হলের নিজ কক্ষ থেকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। তার অবস্থা আশঙ্কামুক্ত বলে জানা গেছে।
পাঁচলাইশ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রীতিলতা হলের ভিতরে অতিরিক্ত ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন এক ছাত্রী। তার রুমমেটরা বিষয়টি জানতে পারলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। তাকে ১৩ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। বর্তমানে তার অবস্থা আশঙ্কামুক্ত।
তবে চবি প্রীতিলতা হলের প্রভোস্ট পারভিন সুলতানা বলেন, আমার হলে এ ধরণের কোন ঘটনা ঘটেনি। আমি সকাল থেকেই হলে ছিলাম। এ ধরণের কোন কিছু শুনিনি।