ঘরের মাঠে শোচনীয় পরাজয় চট্টগ্রামের

3

 

তৃতীয় দিন শেষেই চাপে ছিল তামিম ইকবাল, পিনাক ঘোষ, সৈকত আলী, পারভেজ ইমন আর ইরফান শুক্কুরের চট্টগ্রাম। শেষ পর্যন্ত আর ওই ঘাটতি পোষানো সম্ভব হয়নি। জাকির হাসান, অমিত হাসান, তৌফিক খান, নাইম আহমেদ আর নাবিল সামাদের গড়া তারুণ্য নির্ভর সিলেটের কাছে ৯ উইকেটের শোচনীয় হার দিয়ে শুরু হলো এবারের জাতীয় লিগে চট্টগ্রামের যাত্রা। মূলত প্রথম ইনিংসে ১৪১ রানে অলআউট হওয়াই সার। জবাবে সিলেটের তরুণরা ৩১২ রান করে ফেললে ১৭১ রানে পিছিয়ে পড়ে চট্টগ্রাম। বোলার হাসান মুরাদের ৮ উইকেটও পরাজয় বাঁচাতে পারলো না চট্টগ্রামের। বুধবার ৪ উইকেটে ১৬৯ রানের চট্টগ্রাম শেষদিনে কিছুই দিতে পারেননি। ইরফান শুক্কুর ২৩ আর পারভেজ ইমন ১৬ রানে আউট হয়ে গেছেন। নিচের দিকে ব্যাটাররা চেষ্টা করেও স্কোরলাইন লম্বা করতে পারেননি। জিততে সিলেটের প্রয়োজন ৫১ রানের। যা তুলতে এক উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে তারা।