ঘরবন্দি দরিদ্র মানুষকে ত্রাণসামগ্রী পৌঁছে দিন

28

করোনার কারণে ঘরবন্দি দরিদ্র মানুষের মাঝে ত্রাণ সামগ্রী পৌঁছে দেয়ার জন্য চট্টগ্রাম জেলা পরিষদের সদস্যের প্রতি আহব্বান জানিয়েছেন এম.এ সালাম। গত মঙ্গলবার দুপুরে জেলা পরিষদ ভবন চত্বরে ত্রাণ সামগ্রী হাস্তান্তর অনুষ্ঠানে তিনি এ আহব্বান জানান। জেলা পরিষদের উদ্যোগে জেলা পরিষদ সদস্যবৃন্দের মাধ্যমে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হবে। চাউল, ডাল, তৈল, সাবান, মাক্সসহ এবং সচেতনা তৈরির লক্ষে প্রচারপত্র হস্তান্তরকালে চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান ও উত্তর জেলা আওয়ামী লীগ সভাপতি এম.এ সালাম আরো বলেন, করোনা ভাইরাসের বিস্তাররোধে সরকার যে কার্যক্রম চালিয়ে যাচ্ছে, তারই অনুসরণে চট্টগ্রাম জেলা পরিষদ এই ত্রাণ বিরতণ কার্যক্রম শুরু করেছে। তিনি প্রকৃত অসহায় মানুষের ঘরে ঘরে যাতে ত্রাণ সামগ্রী পৌঁছে দেয়া হয়, সে লক্ষ্যে জেলা পরিষদের সদস্যদের আহব্বান জানান। এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা খন্দকার জহিরুল ইসলাম, সহকারী প্রকৌশলী মোহাম্মদ মনিরুল ইসলাম, জেলা পরিষদ সদস্য আব্দুল ওহাব, জাফর আহমেদ, শওকত আলম, আ.ম.ম দিলশাদ, মোহাম্মদ ইউনুস, দেবব্রত দাশ, আবু আহমেদ চৌধুরী, এস.এম আলমগীর, মুহাম্মদ জসিম উদ্দিন, আকতার উদ্দিন পারভেজ, মহিলা সদস্য রেহেনা ফেরদৌস চৌধুরী ও এড. উম্মে হাবীবা। বিজ্ঞপ্তি