গ্রেটা থানবার্গকে রুশ পার্লামেন্টে বক্তৃতার আমন্ত্রণ

30

রাশিয়ার তরুণদের উদ্দেশ্যে বক্তব্য দেওয়ার জন্য দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষ ডুমায় বক্তব্য দেওয়ার আমন্ত্রণ পেয়েছেন সুইডেনের স্কুল শিক্ষার্থী গ্রেটা থানবার্গ। রাশিয়ার ডুমার প্রাকৃতিক সম্পদ বিষয়ক কমিটির প্রথম ডেপুটি চেয়ারম্যান ও আইনপ্রণেতা ভ্যাসিলি ভ্লাসোভ উনিশ বছর বয়স্ক সুইডিশ জলবায়ুকর্মীকে আমন্ত্রণ জানান। সুইডেনের জলবায়ুকর্মী গ্রেটা থানবার্গকে বক্তৃতার আমন্ত্রণ জানিয়ে ভ্যাসিলি ভ্লাসোভ লিখেন,‘বৈশ্বিক বাস্তুতন্ত্রের সমস্যা নিয়ে রাশিয়ার তরুণদের উদ্বেগ সম্পর্কে আমি অবগত। আমি এটাও জানি যে, এই ধরণের গুরুত্বপূর্ণ বিষয়ের সমাধান খোঁজা প্রাপ্তবয়স্ক রাজনীতিবিদদের জন্য কতোটা কঠিন হতে পারে। তরুণ প্রজন্মের প্রতিনিধি হিসেবে যখন আমাদের ভবিষ্যতের প্রশ্ন আর আমাদের বিলুপ্তির প্রশ্ন তখন আমরা চুপ থাকব না। আমার পক্ষ থেকে আমি আপনার সুবিধা মতো যেকোনও দিন রাশিয়ার তরুণদের উদ্দেশে ডুমায় বক্তব্য রাখার আমন্ত্রণ জানাচ্ছি’। তিনি গ্রেটা থেনবার্গের কাজেরও ব্যাপক প্রশংসা করেন। পৃথক আরেকটি চিঠিতে রাশিয়ায় নিযুক্ত সুইডিশ রাষ্ট্রদূত ম্যালেনা মার্দকে গ্রেটার নিকট চিঠি পৌঁছে দেয়ার আহŸান জানিয়েছেন। ওই চিঠিতে তিনি জানান, তরুণ এই জলবায়ুকর্মীর অবস্থানের সঠিক কোনও তথ্য তিনি জানেন না। ফলে তাকে সরাসরি এই চিঠি তিনি পাঠাতে পারেননি। স্কুল শিক্ষার্থী গ্রেটা থানবার্গ ২০১৮ সালে জলবায়ু সংকট মোকাবেলায় কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সুইডেনের পার্লামেন্টের বাহিরে অবস্থান নেয়। স¤প্রতি, তিনি জাতিসংঘ আয়োজিত এক জলবায়ু সম্মেলনে বক্তব্য দেন। তিনি বিশ্ব নেতারা কার্যকর ভূমিকা রাখছে না বলে অভিযোগ করেন। তার বক্তব্যটি বিশ্বে ব্যাপক আলোচনার সৃষ্টি করে। এক বক্তব্যের মাধ্যমেই তিনি বিশ্বে জলবায়ু সংকট মোকাবেলার প্রতীক হয়ে যান।