‘গ্রাম’ অটোরিকশার বিরুদ্ধে ট্রাফিক বিভাগের অভিযান

19

নিজস্ব প্রতিবেদক

নগরীতে গ্রাম সিএনজি ও প্রাইভেট সিএনজি অটোরিকশা ভাড়ায় চালানোর বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে ট্রাফিক দক্ষিণ বিভাগ। গতকাল শনিবার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ট্রাফিক দক্ষিণ বিভাগের আওতাধীন তেলিপট্টি, টাইগারপাস, কদমতলী মোড়সহ বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা কর হয়। অভিযাানে নেতৃত্ব দেন ট্রাফিক দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) এন এম নাসিরুদ্দিন। এ সময় যাত্রী, চালক ও পথচারীদের মাঝে লিফলেট বিতরণ ও মাইকিং এর মাধ্যমে ট্রাফিক সচেতনতা বিষয়ে প্রচারণা চালানো হয়। অভিযানে ৭৬টি অবৈধ গ্রাম সিএনজি ও প্রাইভেট সিএনজি অটোরিকশা আটক করা হয়।
অভিযানে আরও অংশগ্রহণ করেন (ট্রাফিক- দক্ষিণ) বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) রইছ উদ্দিন, ট্রাফিক এসিস্ট্যান্ট (টিআই এডমিন) অনিল বিকাশ চাকমা, টিআই (টাইগারপাস) অপুর্ব কুমার পাল, টিআই (সদরঘাট) জহুরুল ইসলাম সরকার, টিআই (চকবাজার) মনিরুজ্জামান, সার্জেন্ট সঞ্জয় কুমার দে, সার্জেন্ট কৌশিক চাকমা জয়, টিএসআই শাহজালাল মিয়া, এটিএসআই আব্দুল আহাদ এবং বিএনসিসি ও স্কাউট এর ছাত্ররা।