গ্যাস পেতে রাশিয়ার সঙ্গে সার্বিয়ার নতুন চুক্তি

11

রাশিয়া থেকে গ্যাস সরবরাহ অব্যাহত রাখতে নতুন একটি চুক্তির বিষয়ে দুই দেশ একমত হওয়ার খবর দিয়েছেন সার্বিয়ার প্রেসিডেন্ট আলেকজেন্ডার বুচিক। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে টেলিফোনে আলাপের মাধ্যমে তারা ওই চুক্তির বিষয়ে একমত হয়েছেন বলে জানান তিনি।
রাশিয়ার সর্ববৃহৎ জ্বালানি কোম্পানি গ্যাজপ্রম এর সঙ্গে গ্যাস সরবরাহ বিষয়ে সার্বিয়ার আগে থেকেই ১০ বছরের চুক্তি আছে। যেটির মেয়াদ আগামী ৩১ মে শেষ হওয়ার কথা। তার আগেই নতুন করে আরো তিন বছরের জন্য চুক্তির বিষয়ে একমত হতে পেরে দারুণ খুশি সার্বিয়ার প্রেসিডেন্ট বুচিক সাংবাদিকদের বলেন, ‘আমি এখনই গ্যাসের দামের বিষয়ে কিছু বলতে পারবো না।
এ বিষয়ে গ্যাজপ্রমের সঙ্গে বিস্তারিত আলোচনার মাধ্যমে সব ঠিক করে নেয়া হবে।’