গৌর গোবিন্দ আশ্রমে রাস উদ্যাপন পরিষদ

17

 

পটিয়ার হাবিলাসদ্বীপ শ্রীশ্রী গৌর গোবিন্দ আশ্রম প্রাঙ্গণে ৮ অক্টোবর মৃদুল কান্তি নন্দীর সভাপতিত্বে ৪ দিনব্যাপী ব্যাপক কর্মসূচির মাধ্যমে রাস উৎসব উদ্যাপন উপলক্ষে সভা অনুষ্ঠিত হয়। সভায় বিগত বছরের রাস উৎসবের হিসাব-নিকাশ উপস্থাপন করেন বিগত বছরের রাস উদ্যাপন পরিষদ সাধারণ সম্পাদক প্রকৌশলী টিটু কান্তি দেব। আশ্রম পরিচালনা পরিষদ সাধারণ সম্পাদক রূপন কান্তি দাশগুপ্তের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন আশ্রম পরিচালনা পরিষদ সভাপতি এডভোকেট দেবাশীষ দত্ত, দীপক কান্তি সরকার, অরূপ কুমার সেনগুপ্ত, তিলকেশ্বর বিশ্বাস, কাজল কান্তি দত্ত, বিগত বছরের রাস উদ্যাপন পরিষদ সভাপতি পীযুষ কান্তি দাশগুপ্ত, বিপ্লব দাশগুপ্ত, কাঞ্চন মজুমদার, ত্রিদিব কুমার দত্ত শিমুল, সত্যজিৎ মজুমদার মানু, ডা. হারাধন দত্ত, প্রকৌশলী কনক চৌধুরী, সহ. অধ্যাপক মিল্টন কান্তি চৌধুরী, প্রত্যয় চক্রবর্তী, দোলন কান্তি দত্ত, রূপেশ মহাজন, তিমির ধর, ঝুলন দত্ত, বিকাশ চৌধুরী সুমন, সুমন দাশগুপ্ত প্রমুখ।
সভায় ত্রিদিব কুমার দত্ত শিমুল, সহ. অধ্যাপক মিল্টন কান্তি চৌধুরী, অনির্বান চৌধুরী টুলটুলকে সভাপতি, সুমন মজুমদার, প্রত্যয় চক্রবর্তী, প্রকৌশলী টিটু কান্তি দেবকে সাধারণ সম্পাদক করে ১৫১ সদস্য বিশিষ্ট রাস উৎসব উদ্যাপন পরিষদ ২০২১-২০২২ গঠন করা হয়।
সভার প্রারম্ভে গীতা পাঠ করেন রতন দাস প্রভু। বিজ্ঞপ্তি