গুমের বিরুদ্ধে লড়ছে বেলুচ নারীরা জাতিসংঘের স্বীকৃতি চেয়ে চিঠি

26

পাকিস্তানি আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গুম-অপহরণের বিরুদ্ধে বেলুচিস্তানের নারীদের সংগ্রামের স্বীকৃতি দিতে জাতিসংঘের প্রতিনিধিদের কাছে দাবি জানিয়ে চিঠি লিখেছে বেলুচিস্তানের মানবাধিকার সংগঠনগুলো। আন্তর্জাতিক নারী দিবসে এক চিঠিতে এ দাবি জানানো তারা। এএনআই জানিয়েছে, জাতিসংঘের মেয়ে ও নারীদের প্রতি সহিংসতা বিষয়ক বিশেষ প্রতিনিধি রিম আলসালেম, মানবাধিকার রক্ষায় বিশেষ প্রতিনিধি মেরি ললর, নির্যাতন ও অন্যান্য সহিংসতা বিষয়ক বিশেষ প্রতিনিধি অ্যালিস জিল এডওয়ার্ডস এবং জাতিসংঘের কমিটি অন এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স (সিইডি) ও ইউএন ওয়ার্কিং গ্রæপ অন ইনফোর্সড অর ইনভলান্টেরি ডিসঅ্যাপিয়ারেন্স এর উদ্দেশে ওই চিঠি লিখেছে বেলুচিস্তানের সংগঠনগুলো। চিঠিতে বলা হয়, ‘আমরা বেলুচিস্তানের জনগণের প্রতিনিধি ও মানবাধিকার কর্মী হিসেবে আপনাদের জানাতে চাই, পাকিস্তানের আইনশৃঙ্খলাবাহিনীর হাতে বেলুচিস্তানের নারীদের অধিকার ক্রমাগত খর্ব হচ্ছে। সা¤প্রতিক বছরগুলোতে জোরপূর্বক গুম-অপহরণের ঘটনায় প্রতিবাদকারী বেলুচ নারীরা হুমকির মুখে।’ বেলুচ ভয়েস অ্যাসোসিয়েশন, ভয়েস ফর বেলুচ মিসিং পার্সনস এবং বেলুচ পিপলস কংগ্রেস নামের সংগঠনগুলো জাতিসংঘের বিশেষ দূতদের কাছে ওই চিঠি লিখে তাদের হস্তক্ষেপ কামনা করেছে। ২০২২ সালের তথ্য বলছে, ওই বছর ৭৮৭টি গুমের ঘটনার মধ্যে ১০১ জন নারী জোরপূর্বক গুম-অপহরণের শিকার হয়েছিলেন। এসব ঘটনায় উদ্বেগের পরিবর্তে পাকিস্তান সরকার বিষয়টি উপেক্ষা করে চলেছে। সেইসঙ্গে গুমের ঘটনাও বৃদ্ধি পেয়েছে।