গুনগত পরিবর্তন ছাড়া মুক্তিযুদ্ধের রাষ্ট্র বিনির্মাণ সম্ভব নয়

42

স্বাধীনতার পতাকা উত্তোলক, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, দেশের অবস্থা দুর্বিসহ, জনগণ আজ অসহায়। সরকার দেশের নির্বাচনী ব্যবস্থা, দেশের অর্থনীতি, ব্যাংকিং সেক্টর, শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক সমাজ, ছাত্র রাজনীতি সবকিছু ধ্বংস করে দিয়েছে। রাষ্ট্র এখন পুলিশী রাষ্ট্রে পরিণত হয়েছে। বিদ্যমান সংবিধানও প্রচলিত রাষ্ট্র ব্যবস্থার গুণগত পরিবর্তন ছাড়া মুক্তিযুদ্ধের রাষ্ট্র বিনির্মাণ সম্ভব নয়, গণমুখী রাষ্ট্র গঠন সম্ভব নয়। রব আরো বলেন, পার্লামেন্টের উচ্চ কক্ষ গঠন, দেশে প্রাদেশিক ব্যবস্থা প্রবর্তন সহ জেএসডি’র ১০ দফা গুণগত পরিবর্তনের কর্মসূচি। এ কর্মসূচি দেশ পরিচালনায় জনগণের অংশীদারিত্ব প্রদানের নতুন রাজনীতি, নতুন অর্ডার, দেশ পরিচালনার নতুন মডেল। রব বলেন, সরকার সর্বস্তরে সাফল্যের ফানুস উড়াচ্ছে। সরকার উন্নয়ন কিংবা দেশ পরিচালনায় নয়, সরকার সফল দুর্নীতি, লুটপাট, হত্যা-গুম-খুন-নির্যাতনে। এ সরকার কোন রাজনৈতিক সরকার নয়। তাই জনগণের প্রতি তাদের কোন দায় নেই।
ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে এ সরকারকে বিদায় করে জাতীয় সরকার গঠন করতে হবে। জাতীয় সরকার রাজনীতিতে গুনগত পরিবর্তনের পথ প্রশস্ত করবে। দ্বিতীয় ধারার রাজনীতি বিকশিত করার সুযোগ সৃষ্টি করবে। রব প্রীতিলতা, সুর্যসেনের জন্মভুমি বীর চট্টলা থেকে ঐক্যবদ্ধ আন্দোলনের সূচনা করার আহব্বান জানান। গত ২২ নভেম্বর চট্টগ্রাম প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে অনুষ্ঠিত মহানগর জেএসডি’র ত্রি-সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে রব এসব কথা বলেন। সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন জেএসডির সহ-সভাপতি মিসেস তানিয়া রব ও যুগ্ম সাধারণ সম্পাদক জনাব শহীদ উদ্দিন মাহমুদ স্বপন। এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন নাগরিক ঐক্যের চট্টগ্রাম জেলা সভাপতি সোহরাব হোসেন। চট্টগ্রাম মহানগর জেএসডি সভাপতি গোলাম জিলানী চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শফিউল আলম খোকনের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেএসডির সাংগঠনিক সম্পাদক ডা. জবিউল হোসেন, উত্তর জেলা জেএসডি সভাপতি জনাব আবদুল মান্নান মাস্টার, চট্টগ্রাম মহানগর সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক খোরশেদ আলম, চট্টগ্রাম দক্ষিণ জেলা জেএসডি’র যুগ্ম আহবায়ক প্রফেসর ইসহাক উদ্দিন, মুজতবা কামাল, ছরওয়ার আজম আরজু, জিয়াউল আমীন নোটন, হারুন অর রশিদ, আবদুল মালেক গাজী, আবদুল বাতেন বিপ্লব, সাখাওয়াত হোসেন মিলন প্রমুখ। বিজ্ঞপ্তি