গুজব ছড়িয়ে নিরীহ মানুষের জানমালের ক্ষতি করলে কঠোর ব্যবস্থা

22

ছেলেধরা গুজবে কান না দিয়ে কাউকে সন্দেহ হলে আইনশৃঙ্খলা বাহিনীকে খবর দিন। গুজবে কান দিয়ে কেউ অতি উৎসাহিত হয়ে নিরীহ মানুষের জানমালের ক্ষতি করলে তাদের কঠোর হাতে দমন করা হবে। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে যারা অপচেষ্টা চালিয়ে যাচ্ছে তাদের কোন প্রকার ছাড় দেয়া হবে না। গতকাল রবিবার সকালে ৩০ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি খাগড়াছড়ির মাটিরাঙ্গা সেনা জোন সদরে স্থানীয়দের নিয়ে মাসিক নিরাপত্তা সম্মেলনে প্রধান অতিথির বক্তেব্যে এ হুঁশিয়ারি দেন জোন সিকিউরিটি অফিসার মেজর আরেফিন মোহাম্মদ শাকিল। সম্প্রতি মাটিরাঙ্গা উপজেলার নতুনপাড়া এলাকায় ছেলেধরা সন্দেহে দুই যুবককে আটকের পর তার মা ও দুইবোনকে ডেকে এনে নির্যাতনের ঘটনায় মাটিরাঙ্গা থানায় ভুক্তভোগী নারীর দায়ের করা মামলায় ৬ ব্যক্তি গ্রেপ্তার হয়েছে। এধরনের ঘটনা যাতে পুনরায় না ঘটে সে লক্ষ্যে ছেলেধরা গুজবে কান না দিতে সকলের প্রতি আহবান জানান তিনি। নিরাপত্তা সম্মেলনে অন্যান্যের মধ্যে মাটিরাঙ্গা উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম, পৌর মেয়র সামছুল হক, ২২আনসার ব্যাটালিয়ন অধিনায়ক বিকাশ চন্দ্র দাশ, মাটিরাঙ্গা উপজেলা আবাসিক মেডিকেল অফিসার ইমরান হোসেন, মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো. সামছুদ্দিন ভূঁইয়া প্রমুখ উপস্থিত ছিলেন।