গুইমারা হাফছড়ি উচ্চ বিদ্যালয় এমপিওভুক্ত

61

খাগড়াছড়ির গুইমারা উপজেলার হাফছড়ি উচ্চ বিদ্যালয়কে এমপিওভুক্ত করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, খাগড়াছড়ির সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরীকে অভিনন্দন জানিয়ে বিদ্যালয় ম্যানেজিং কমিটির আয়োজনে এক আনন্দ র‌্যালি করেছে স্কুলের ছাত্র/ছাত্রী, শিক্ষক ও অভিভাবক সহ স্থানীয়রা। সকালে বিদ্যালয় প্রাঙ্গণ হতে র‌্যালিটি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালিতে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও হাফছড়ি ইউপি চেয়ারম্যান চাইথোয়াই চৌধুরী, গুইমারা উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ আইয়ুব আলী মেম্বার, হাফছড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আব্দুল কাদের, স্কুলের প্রধান শিক্ষক মোয়াজ্জেম হোসেন, ম্যানেজিং কমিটির সদস্য মোঃ ওসমান গনি, ডাঃ ছারওয়ার’সহ শিক্ষার্থী/শিক্ষক, অভিভাবক ও স্থানীয়রা অংশগ্রহণ করেন। পরে নিজেদের মধ্যে মিষ্টি বিতরণ শেষে উল্লাসে ফেটে পড়ে শিক্ষার্থী, শিক্ষক ও ম্যানেজিং কমিটির সদস্যরা।
উল্লেখ্য, বিদ্যালয়টি ১৯৯৭ সালে স্থাপিত হয়ে ২ হাজার সালে পাঠদান অনুমতি লাভ করে। ২০০৪ সালে নি¤œ মাধ্যমিক পর্যায়ে একাডেমিক স্বীকৃতি পায়। ২০১১ সালে মাধ্যমিক পর্যায়ে পাঠদানের অনুমতি এবং ২০১৪ সালে মাধ্যমিক পর্যায়ে একাডেমিক স্বীকৃতি লাভ করে। সর্বশেষ ২০১৯ সালের অক্টোবরে বিদ্যালয়টি এমপিওভুক্ত হয়।