গুইমারা বর্ডার গার্ড হাসপাতালের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

48

নানা আয়োজনে বিজিবি দিবস ও খাগড়াছড়ির গুইমারা বর্ডার গার্ড হাসপাতালের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে দুপুরে বর্ডার গার্ড হাসপাতালের হলরুমে প্রীতিভোজের আয়োজন করা হয়। শুরুতেই আমন্ত্রিত অতিথিদের নিয়ে প্রতিষ্ঠাবার্ষির্কীর কেক কাটেন প্রধান অতিথি ২৪ আর্টিলারি ব্রিগেডের গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শাহরিয়ার জামান। এসময় তিনি বিজিবি হাসপাতালের উত্তরোত্তর সাফল্য কামনা করেন। বর্ডার গার্ড হাসপাতালের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ এমদাদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে গুইমারা সেক্টর কমান্ডার কর্নেল আব্দুল হাই. বিজিবি গুইমারা সেক্টরের জিটু মেজর হামিদ উর রহমান, বিজিবি হাসপাতালের ডাক্তার মেজর মনোয়ার মোর্শেদ, মেজর ফরহাদ, ক্যাপ্টেন সাইফুলসহ সামরিক-বেসামরিক কর্মকর্তাবৃন্দ এতে উপস্থিত ছিলেন।
এছাড়াও দিবসটি উপলক্ষে হত-দরিদ্র শীতার্তদের মাঝে কম্বল বিতরণ, বিকালে প্রীতি বলিবল টুর্নামেন্ট, সন্ধ্যায় বিজিবি ও অতিথি শিল্পীদের প্ররিবেশনায় নাচে-গানে মাতিয়ে তুলে সেক্টর সদর দপ্তর।